দুর্যোগে মানুষের দুর্ভোগ কমাতে আগাম মানবিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে মানবিক সংগঠনগুলো। তারা জানায়, সরকার এ ব্যাপারে সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ। বুধবার রাজধানীর হোটেল প্যান পাসিফিক সোনারগাওয়ে অয়োজিত দুই দিনব্যাপী ন্যাশনাল ডায়লগ সেমিনারে বক্তারা এ আহ্বান জানান।
মঙ্গলবার সেমিনারটির উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. মো. এনামুর রহমান। মন্ত্রণালয়ের উদ্যোগে দুই দিনের এ সেমিনারটিতে রেডক্রস রেড ক্রিসেন্ট মুভমেন্ট (আরসিআসি), ইউনাইটেড ন্যাশন এজেন্সিসহ (ইউএন) বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক সরকারি-বেসরকারি মানবিক সংগঠন অংশ নেয়।
আয়োজকরা জানিয়েছেন, দ্বিতীয়বারের মতো এমন সেমিনারের আয়োজন করা হয়েছে। এবারের সেমিনারের স্লোগান ছিল ‘টেকসই উন্নয়নের জন্য মানবিক কার্ডক্রম জোরদার : উৎসাহ, একতা ও সমৃদ্ধি।’ দুই দিনের এ সেমিনারে ৮ দফা প্রস্তাবনা পেশ করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আব্দুল ওয়াদুদ।
মন্তব্য করুন