কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০৮:২১ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

লোকাল কনফারেন্স অব ইয়ুথ-২০২৩ এর পর্দা নেমেছে

লোকাল কনফারেন্স অব ইয়ুথ-২০২৩। ছবি : কালবেলা
লোকাল কনফারেন্স অব ইয়ুথ-২০২৩। ছবি : কালবেলা

লোকাল কনফারেন্স অব ইয়ুথ (LCOY) যুব-নেতৃত্বাধীন জলবায়ু আন্দোলনের একটি প্লাটফর্ম। রোববার (৮ অক্টোবর) বাংলা একাডেমিতে দুদিনব্যাপী এ যুব সম্মেলনের দ্বিতীয় এ আসর শুরু হয়। গতকাল জলবায়ু মোকাবিলার ক্ষেত্রে তরুণদের সাফল্য উদযাপনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পর্দা নেমেছে এ সম্মেলনের।

সম্মেলন বাংলাদেশি তরুণদের জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে উদ্বুদ্ধ করেছে। জলবায়ু অভিযোজন, যুব-নেতৃত্বাধীন আন্দোলন, শিক্ষা, সহযোগিতা, খাদ্য ও কৃষি, পানি এবং প্রকৃতি-ভিত্তিক সমাধানসহ গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়।

গ্লোবাল এলায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (GAIN) আয়োজিত এ কনফারেন্সে কো-কনভেনর হিসেবে অ্যাকশন এইড বাংলাদেশ, সিনজেন্টা ফাউন্ডেশন ফর সাস্টেইনেবল এগ্রিকালচার ও ওয়াটার এইড বাংলাদেশ এবং ইউএনডিপি বাংলাদেশ এবং স্ট্র‍্যাটেজিক পার্টনার হিসেবে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট, মালালা ফান্ড ও বাংলাদেশে অবস্থিত সংযুক্ত আরব আমিরাত দূতাবাস ও সুইডেন দূতাবাসসহ আরও ১৩টি যুব সংগঠন প্রি-ইভেন্ট এবং প্রধান সম্মেলন অংশগ্রহণ করে।

এই প্রক্রিয়ার মাধ্যমে দেশের প্রায় ১৫০০০ জন তরুণকে (অনলাইন, অফলাইন) যুক্ত করা সম্ভব হয়েছে। সারা বাংলাদেশ থেকে ৩০০ জনেরও অধিক তরুণ জলবায়ুকর্মী, জাতিসংঘের প্রতিনিধি, সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা, গবেষক ও শিক্ষাবিদরা এই সম্মেলনে যোগদান করেন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নিজেদের ভাবনা তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে LCOY বাংলাদেশ-২০২৩ এর ফোকাল পয়েন্টে আবদুল মুহিমিন বিন ফারুক তার বক্তব্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যুবকদের মধ্যে ঐক্যের চেতনা জাগিয়ে তোলার কথা বলেন। বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের টিম লিড, এডউইন কোয়েককোক ‘ইউরোপীয় সবুজ চুক্তি’-এর সাফল্যের জন্য তরুণ জলবায়ু কর্মীদের কৃতিত্ব দিয়েছেন। ড. সুসান ভাইজ, অফিসার ইন চার্জ-ইউনেস্কো, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অন্তর্ভুক্তিমূলক এবং সমাধানভিত্তিক পদ্ধতির আহ্বান জানিয়েছেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার জলবায়ু সম্পর্কিত কার্যক্রমে তরুণদের অগ্রণী ভূমিকার স্বীকৃতি দিয়ে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের গড়ে তোলার কথা বলেন। ড. রুদাবা খন্দকার, কান্ট্রি ডিরেক্টর, GAIN, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যক্তি ও সম্প্রদায়ের দায়বদ্ধতার ওপর জোর দেন।

প্রথম দিনের সেশনে উপস্থিত থেকে জলবায়ু মোকাবিলায় যুব নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার, গেইন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফ এ ও) অ্যাকশনএইড, ইয়ুথ পলিসি ফোরাম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

সোমবার (৯ অক্টোবর) সম্মেলনের দ্বিতীয় দিনটি যুবদের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চ্যালেঞ্জ এবং সুযোগসমূহ আলোচনা করে। বিশিষ্ট বক্তাদের মধ্যে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক, যুব উন্নয়ন ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) এম এ আখের, ইউএনডিপি বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর মাহমুদুল হাসান, আইক্যাড বাংলাদেশের প্রোগ্রাম কোঅর্ডিনেটর সুমাইয়া বিনতে সেলিম এবং ইয়ুথনেট গ্লোবালের এক্সেকিউটিভ কোঅর্ডিনেটর সোহানুর রহমান। বক্তারা আলোচনায় জলবায়ু উদ্যোগে তরুণদের সম্ভাবনার ওপর জোর দিয়েছেন।

এ ছাড়া একটি আকর্ষণীয় মঞ্চনাটক ‘হাওরের জলকথা’ (জলভূমির গল্প) জলবায়ু পরিবর্তনের পরিণতিগুলোকে চিত্রিত করেছে। এতে জলবায়ু আন্দোলনের আহ্বানকে আরও জাগিয়ে তোলা হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে জলবায়ু মোকাবিলার ক্ষেত্রে তরুণদের সাফল্য উদযাপন করা হয়। নিজ আলোচনায় LCOY বাংলাদেশ সেক্রেটারিয়েট মেহেদী হাসান বাপ্পি, পরিবেশ ও জলবায়ু রক্ষায় জলবায়ু ন্যায়বিচার ও মানবাধিকার, অভিযোজন এবং স্থিতিস্থাপকতা, ক্ষতি এবং ক্ষতি মোকাবেলা, জলবায়ু কর্ম ও ক্ষমতায়ন (ACE), শক্তি, স্বাস্থ্য, খাদ্য, এবং কৃষি, জল, প্রকৃতি এবং জীববৈচিত্র্য, প্রযুক্তি এবং উদ্ভাবন ইত্যাদির উপরে ১১ টি যুব দাবি তুলে ধরেন।

যা এই নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতের কনফারেন্স অব ইয়ুথ (COY) এবং কনফারেন্স অব পার্টিসে (COP)-LCOY বাংলাদেশের পক্ষ থেকে একটি বিস্তারিত বিবৃতি বাংলাদেশ ইয়ুথ স্টেটমেন্ট উপস্থাপন করা হবে।

সম্মেলনে মালালা ফান্ডের কান্ট্রি ডিরেক্টর মোশাররফ তানসেন মেয়েদের শিক্ষা এবং জলবায়ু কর্মের পক্ষে কথা বলেন।

ইউএনডিপি বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেটেন্টিভ আনোয়ারুল হক পরিবেশ রক্ষায় স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডকে উৎসাহিত করেছেন এবং ভিডিও বার্তায় আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসেফ আল-হামুদি সম্মেলনের সাফল্যের প্রশংসা করেন। সমাপনী সেশনের সভাপতি ফারাহ কবীর, কান্ট্রি ডিরেক্টর, অ্যাকশন এইড বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের ঐক্যতা ও শক্তির ওপর বিশেষভাবে জোর দেন।

এই প্ল্যাটফর্মে যুব নেতৃত্বাধীন উদ্যোগ সৃষ্টি এবং যুবদের অর্থপূর্ণভাবে অংশগ্রহণের মাধ্যমে জাতীয় ও বৈশ্বিক পলিসি আলোচনাকে বেগবান করার একটি দৃষ্টান্ত তৈরি হয়েছে বলে উল্লেখ করেন LCOY বাংলাদেশের হেড অব অপারেশনস জাওয়াদ আলম।

তিনি বলেন, ‘এই অনুপ্রেরণাদায়ক সম্মেলনটি যুবসমাজকে জলবায়ু সংরক্ষণের প্রচেষ্টায় অটল থাকার জন্য উদ্বুদ্ধ করেছে। এটি যুবকদের উদ্ভাবনী কর্মকাণ্ডকে স্বীকৃতি প্রদান করেছে এবং একটি টেকসই ভবিষ্যতের জন্য তাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করেছে।’

এ সময় দুই দিনের এই সম্মেলন জলবায়ু আন্দোলনে বাংলাদেশের অগ্রগতিকে ত্বরান্বিত করবে বলেও মত দেন বক্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

খামেনিকে বিচারের মুখোমুখি করার অঙ্গীকার করলেন ইরানের নির্বাসিত নেতা

এবার ম্যাচ বয়কটের হুমকি

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধান উপদেষ্টা

জামায়াত-এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি

অর্ধশতাধিক আসনে মনোনয়নপত্র প্রত্যাহার, কারণ জানাল খেলাফত মজলিস 

মোটরসাইকেলে ভারতীয় সেনাদের ব্যতিক্রমী কসরত

আগামী দিনে জাতির নেতৃত্ব দেবেন তারেক রহমান : মান্নান

এবার ভারত মহাসাগরে বিতর্কিত চাগোস দ্বীপপুঞ্জে নজর ট্রাম্পের

চেতনানাশক মিশ্রিত জুস খাইয়ে লুট, গ্রেপ্তার ৫

১০

এভাবেই তো নায়ক হতে হয়!

১১

জঙ্গল সলিমপুরে শিগগিরই অভিযান : র‍্যাব ডিজি

১২

সমর্থকরা আটকে রাখলেন প্রার্থীকে, ভিডিও কলে প্রার্থিতা প্রত্যাহার

১৩

জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন : উপদেষ্টা রিজওয়ানা

১৪

ইইউ প্রতিনিধিদের সঙ্গে জমিয়তের বৈঠক

১৫

আইসিসি থেকে মিলল সুখবর

১৬

যে নিয়মে বাড়িভাড়া বাড়াতে হবে মালিককে

১৭

কড়াইল বস্তিবাসীর জন্য ফ্ল্যাট ও ক্লিনিক স্থাপনের আশ্বাস তারেক রহমানের

১৮

আমরা বুড়ো হয়ে গেছি—চঞ্চলকে বললেন পরী

১৯

রূপায়ণ সিটির বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

২০
X