বাংলাদেশ ব্যাংকের বিএফটিএন সিস্টেম উন্নয়নের জন্য ব্র্যাক ব্যাংক পিএলসির ‘আস্থা’, ‘করপনেট’ অ্যাপ ও এমফিনো সেবা কার্যক্রম তিন দিন বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) ব্যাংকের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে গ্রাহকদের এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রোববার (১২ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত ব্র্যাক ব্যাংক পিএলসির ‘আস্থা অ্যাপ’, ‘করপনেট’ অ্যাপ ও এমফিনো প্ল্যাটফর্মে বিএফটিএন সেবা বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের পৃথক বিজ্ঞপ্তিতেও একই তথ্য জানানো হয়। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ১২ নভেম্বর থেকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার কার্যক্রম বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউসের (বিএসিএইচ) ইএফটি ক্লিয়ারিং ও সেটেলমেন্ট নিকাশ-বিইএফটিএন সফটওয়্যারের মাধ্যমে করা হবে।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ক্রেডিট এবং ডেবিট লেনদেন আলাদা আলাদা ফাইলের মাধ্যমে অর্থাৎ একই ফাইল উভয় প্রকার লেনদেন অন্তর্ভুক্ত না করে উপস্থাপন করতে হবে। ডেবিট এবং ক্রেডিট লেনদেনের ক্ষেত্রে ইএফটি সেটেলমেন্ট হওয়ার পরবর্তী দুই সেশনের মধ্যে রিটার্ন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
মন্তব্য করুন