জিপিএইচ ইস্পাত লিমিটেড এবং গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি জিপিএইচ ইস্পাত লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবির ও পিডব্লিউডির প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারকের আওতায়; যৌথ গবেষণা সহযোগিতা, গবেষণাগারের মানোন্নয়ন, নির্মাণসামগ্রী এবং গবেষণা তথ্যের আদানপ্রদান, উচ্চ শক্তির রি-বার ব্যাবহার করে শক্তিশালী ও সাশ্রয়ী স্থাপনা নির্মাণ, পরিবেশ বান্ধব স্থাপনা এবং নির্মাণ উপকরণের উদ্ভাবনসহ নানাবিধ বিষয়ে জিপিএইচ ইস্পাত এবং পিডব্লিউডি যৌথভাবে কাজ করবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে জিপিএইচ ইস্পাতের পরিচালক, উপদেষ্টা, বিক্রয় ও বিপণন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন