কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

দেশের সেরা উদীয়মান ব্র্যান্ড স্বীকৃতি পেল নগদ

ছবি : নগদের সৌজন্যে
ছবি : নগদের সৌজন্যে

কয়েক হাজার মানুষের ভোটে দেশের সেরা উদীয়মান ব্র্যান্ডের সম্মান জিতেছে মোবাইল আর্থিক প্রতিষ্ঠান নগদ। দেশের বিভিন্ন প্রান্তের ১০ হাজার গ্রাহকের ওপর বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং গবেষণা প্রতিষ্ঠান এনসার্চ লিমিটেডের পরিচালিত জরিপের ফলাফলের ভিত্তিতে এই সম্মান অর্জন করল নগদ।

গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্যদিয়ে নগদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

নগদের পক্ষে চিফ মার্কেটিং অফিসার সাদাত আদনান আহমেদ ও চিফ কমার্শিয়াল অফিসার মো. সিহাব উদ্দীন চৌধুরী এবং প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা এই সম্মাননা গ্রহণ করেন।

গত তিন বছর ধরে ব্র্যান্ড ইকুইটি ইনডেক্সে ধারাবাহিকভাবে বিস্ময়কর উত্থানের কারণেই নগদ এই স্বীকৃতি অর্জন করেছে বলে জানান ১৫তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৩-এর আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। ব্র্যান্ড হিসেবে নগদের এই স্বীকৃতিকে গ্রাহকের ভালোবাসা হিসেবে দেখছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।

তিনি বলেন, দেশের সেরা উদীয়মান ব্র্যান্ড হতে পারাটা আমাদের জন্য সম্মানের, তবে তার চেয়ে বেশি কাঙ্ক্ষিত গ্রাহকের ভালোবাসা। দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদানের মাধ্যমেই কেবল সেটি অর্জন করা সম্ভব। আর সেই কাজটিই গত সাড়ে চার বছর ধরে করে আসার চেষ্টা করছি আমরা। ফল হিসেবে সাড়ে আট কোটি গ্রাহকের ভালোবাসাও ইতোমধ্যে আমরা পেয়েছি। দেশের সেরা উদীয়মান ব্র্যান্ডের স্বীকৃতি পাওয়ার পাশাপাশি সম্প্রতি ডিজিটাল মার্কেটিং এবং আরও অনেকগুলো বিভাগে সাফল্য দেখিয়েছে নগদ।

এ বিষয়ে নগদ প্রধান তানভীর এ মিশুক বলেন, এই পুরস্কারগুলো আমাদের টিমের কঠোর পরিশ্রম ও নিবেদন প্রমাণ করে। একই সাথে বোঝা যায়, আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে সৃজনশীলভাবে আমাদের গ্রাহকদের সাথে যোগাযোগ বৃদ্ধি করে চলেছি।

তিনি আরও বলেন, আমাদের প্রতিষ্ঠান সব সময় ডিজিটাল উদ্ভাবনীর কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে কাজ করছে। আমাদের গ্রাহকদের প্রয়োজন মেটাতে প্রতিনিয়ত পরিবর্তনের ভেতর দিয়ে কাজ করে যাচ্ছি আমরা।

দ্য ডেইলি স্টারের সহযোগিতায় এবারের আয়োজনে ব্র্যান্ড ফোরামের স্ট্রাটেজিক পার্টনার ছিল বাংলাদেশ ক্রিয়েটিভ ফোরাম এবং নলেজ পার্টনার মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ।

মাত্র সাড়ে চার বছর আগে যাত্রা করে নগদ এখন সাড়ে আট কোটি গ্রাহকের প্রতিষ্ঠান। ডিজিটাল লেনদেনকে দেশব্যাপী জনপ্রিয় করা এবং বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করার পাশাপাশি প্রতিদিন গড়ে ১৩শ কোটি টাকার লেনদেন করছে নগদ।

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে দুই গোল্ডসহ নগদের আরো দশ পুরস্কার-

দুই সপ্তাহ আগে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ৭ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০২৩-এ দুটি গোল্ডসহ দশটি আকর্ষণীয় পুরস্কার জিতেছে নগদ। সেবার দুটি সিলভার এবং ছয়টি ব্রোঞ্জও জেতে প্রতিষ্ঠানটি। এর মধ্যে দেশের প্রথম বিএমডব্লিউ মেগা ক্যাম্পেইনে অসাধারণ পারফরম্যান্সের জন্য নগদ লিমিটেড জিতেছে ‘বেস্ট ইউস অব পিআর ইন ডিজিটাল প্ল্যাটফর্ম’ ক্যাটাগরির গোল্ড পুরস্কার। এ ছাড়া তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে একই ফ্রেমে উপস্থিত করার জন্য নগদ জিতেছে ‘বেস্ট ইউজ অব ইনফ্লুয়েন্সার’ ক্যাটাগরির গোল্ড পুরস্কার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনতা গ্রুপ-কুয়েত প্রেস ক্লাবের শুভেচ্ছা বিনিময় সভা

লক্ষ্মীপুর-২ আসনে বিএনপির প্রার্থী আবুল খায়েকে নিয়ে ‘নির্বাচনী ভাবনা’ 

২ ভাইকে কুপিয়ে হত্যা

ফান্ডের টাকা ফেরত দেওয়া নিয়ে তাসনিম জারার বক্তব্য

জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির ৩০ নেতার চিঠি 

হত্যাসহ ১০ মামলার আসামি মহিলা আ.লীগ নেত্রী গ্রেপ্তার

পাগলা মসজিদে এবার পাওয়া গেল ১১ কোটি ৭৮ লাখ টাকা

বিশ্বসেরা কোচের মঞ্চে পর্তুগালের কোচের পিছনে স্কালোনি

এনসিপির ৩ শীর্ষ নেত্রীর পোস্ট, জানালেন নতুন তথ্য

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন অনুষ্ঠিত

১০

পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যিনি

১১

কারিগরি শিক্ষার বিকল্প নেই : সুপ্রদীপ চাকমা

১২

ঢাকার মঞ্চে বেগম রোকেয়া

১৩

সংকটকালে দেশ রক্ষায় বিএনপির বিকল্প নেই : রবিউল আলম 

১৪

রাহিতুল ইসলামের নতুন উপন্যাস : এক বাবার দীর্ঘশ্বাস ও নির্মম সত্যের খোঁজ

১৫

জাকির প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেটাঙ্গন, আবেগঘন বার্তায় সাকিব-তামিম-মাশরাফি-শান্ত

১৬

ভোটাধিকার নিশ্চিত হলেই রাষ্ট্রের মালিক হবে জনগণ : হাবিব

১৭

তুহিনকে ধানের শীষের মনোনয়নের দাবিতে বিক্ষোভ

১৮

গবেষণাধর্মী শিক্ষায় বিনিয়োগ জিপিএইচ ইস্পাতের

১৯

আর্জেন্টিনায় ভূপৃষ্ঠের ব্যাপক গভীরে আঘাত হানল ভূমিকম্প

২০
X