আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) নবাগত নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) স্প্রিং ২০২৩-২০২৪ সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব ইশতিয়াক আবেদীন। তিনি নতুন শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে তাদের উদ্দেশ্যে বলেন, কেবল মাত্র চাকরি সন্ধানের জন্য জ্ঞান ও দক্ষতা অর্জন না করে নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন এআইইউবির উপ-উপচার্য, রেজিস্ট্রার, প্রক্টর এবং ডিন। এ সময় বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষিকা, উর্ধ্বতন কমৃকর্তাবৃন্দ, শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এআইইউবির অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স নতুন ছাত্র-ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান পদ্বতি এবং নিয়মনীতি সম্পর্কে অবহিত করে। এতে এআইইউবি পারফর্মিং আর্টস ক্লাব (এপিএসি) নতুন শিক্ষার্থী উদ্দ্যেশ্যে মনমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করে।
মন্তব্য করুন