কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫১ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ক্যানসার আক্রান্ত রোগীদের নিয়ে ল্যাবএইড ক্যানসার হাসপাতালের বিশেষ আয়োজন

ক্যানসার রোগীদের নিয়ে বিশেষ আয়োজন করেছে ল্যাবএইড ক্যানসার হাসপাতাল। ছবি : সংগৃহীত
ক্যানসার রোগীদের নিয়ে বিশেষ আয়োজন করেছে ল্যাবএইড ক্যানসার হাসপাতাল। ছবি : সংগৃহীত

ক্যানসার রোগীদের আনন্দ দিতে ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের বিশেষ আয়োজন অনুষ্ঠিত। বিশ্ব ক্যানসার দিবস ২০২৪ উপলক্ষে রোববার (৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী ছিল নানা কর্মসূচি। যার মধ্যে প্রথম আয়োজন ছিল ক্যানসার রোগীদের দিয়ে ছবি আঁকার কর্মশালা, যেখানে প্রশিক্ষক হিসেবে অংশ নেন দেশের প্রতিশ্রুতিশীল চিত্রশিল্পী সোহাগ পারভেজ।

তিনি রোগীদের উদ্দেশে জানান, রঙ মানুষের মনকে প্রশান্তি দেয়, আঁকাআঁকির ফলে আনন্দদায়ক যে অনুভূতির সৃষ্টি হয় তা একজন মানুষকে ভালো রাখতে সাহায্য করে।

এদিকে ছবি আঁকতে পেরে খুশি হাসপাতালের ক্যানসারের চিকিৎসা নেওয়া রোগীরাও। এরপর দ্বিতীয়ভাগে বিকাল ৪টায় শুরু হয় আরেক আয়োজন। যেখানে অংশ নেন ল্যাবএইড ক্যানসার হাসপাতালে চিকিৎসা নেওয়া দেশের নানা প্রান্তে থেকে আসা ক্যানসারযুদ্ধে সুস্থ হওয়া রোগীরা। সেই পর্বে তারা জানান, ক্যানসারবিষয়ক তাদের বাস্তব অভিজ্ঞতা, চিকিৎসাসংক্রান্ত অনুভূতি এবং সর্বশেষ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের সিনিয়র কনসালটেন্ট দেশবরেণ্য ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসকদের ক্যানসারবিষয়ক সচেতনতামূলক মূল্যবান পরামর্শ এবং ক্যানসারবিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠান। যেখানে উপস্থিত ছিলেন ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীমসহ হাসপাতালের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের সিনিয়র, জুনিয়র কনসালটেন্ট, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা।

সবার উদ্দেশে ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম বলেন, ক্যানসার মানেই যেন নিরানন্দ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, ক্যানসার হলে প্রত্যেকটা রোগী স্বজনদের মধ্যে মানসিক উদ্বেগ কাজ করে। কিন্তু আমরা চেয়েছি ক্যানসার আক্রান্ত মানুষটাও আনন্দ করতে জানুক, তারা আরও জানুক ক্যানসার হলে ভয়ের কিছু নেই বরং দরকার একটু সচেতনতা। নির্দিষ্ট একটা সময় পর্যন্ত চিকিৎসায় ক্যানসার সম্পূর্ণ ভালো হয়। তাই মনে জোর রেখে দ্রুত সঠিক চিকিৎসা করাতে হবে, তাহলে ক্যানসার আর উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে না। আগে ক্যানসারের চিকিৎসা মানেই বিদেশ নির্ভরশীলতা ছিল যেখানে সময়, ভোগান্তি, অর্থের কথা চিন্তা করে মানুষের চিকিৎসা নিতে দেরি হতো। চিকিৎসা দেরিতে হওয়ার ফলাফল স্বরূপ ক্যানসার অ্যাডভান্স লেভেলে চলে যেত, তখন চিকিৎসা খুব একটা কাজে আসত না। এখন দেশেই ক্যানসারের আন্তর্জাতিকমানের চিকিৎসা আছে। বিশেষ করে ল্যাবএইড ক্যানসার হাসপাতালে ক্যানসারের আন্তর্জাতিকমানের চিকিৎসা হয়।

রোগীদের উদ্দেশে তিনি আরও বলেন, সময় নষ্ট না করে যতদ্রুত সম্ভব ক্যানসারের উপযুক্ত চিকিৎসা গ্রহণ করুণ, নিজে ও পরিবার নিয়ে সচেতন হোন, সুস্থ থাকুন।

চিকিৎসকরা তুলে ধরেন ক্যানসারবিষয়ক তাদের মূল্যবান পরামর্শ। তারা জানান, বিশ্ব ক্যানসার দিবস একটি সংস্থা, যা ক্যানসারের প্রকোপ কমাতে কাজ করে এবং ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য উন্নত ক্যানসার কেয়ারকে সমর্থন করে। প্রত্যেক বছর ৪ ফেব্রুয়ারি ক্যানসারের জন্য ডেডিকেট করা হয় এবং সারা বিশ্ব থেকে বিভিন্ন সরকার, প্রতিষ্ঠান, দাতব্য সংস্থা, ব্যবসা এবং সম্প্রদায়গুলো এটিকে অনবরত সমর্থন করে চলেছে। এই বছর ক্যানসার দিবসের প্রতিপাদ্য হলো ‘আসুন ক্যানসার সেবায় বৈষম্য দূর করি’। এর মানে হলো ক্যানসার আক্রান্ত সবাই কিন্তু একই রকম যত্ন পায় না। তারা যে ধরনের চিকিৎসা, তথ্য এবং সহায়তা পাচ্ছে তা তাদের অবস্থান, অর্থনৈতিক পরিস্থিতি, লিঙ্গ এবং অন্যান্য বিভিন্ন অনেক বিষয় দ্বারা প্রভাবিত। অর্থাৎ টিম অনকো, তাদের পরিষেবার মাধ্যমে সারা বছর এই ব্যবধান কমাতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি ক্যানসারকে ভয় না পেয়ে যত দ্রুত সম্ভব চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তারা। এ ছাড়া স্বাস্থ্যকর খাবার স্বাস্থ্যকর জীবনযাপনের প্রতিও গুরুত্বারোপ করেন। সর্বোপরি ক্যানসারে আক্রান্ত হলে প্রাথমিক পর্যায়ে রোগীদের কী করণীয়, চিকিৎসা চলাকালীন অবস্থায় পরিবারের অবস্থান ও ভূমিকা, তাদের খাদ্যাভ্যাস এবং মানসিক অবস্থা উন্নয়ন এরকম নানা বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপদেষ্টা ফাওজুল কবির / ৭২ বছর বয়সে সেফ এক্সিটের কথা ভাবা দুঃখজনক

এবার বিশ্ববাজারে রুপার দামও নতুন উচ্চতায়

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আরও ১ দেশ

কটাক্ষের শিকার দীপিকা

পুরুষের বন্ধ্যত্বের কারণ কী, যেসব খাবার শুক্রাণু বাড়ায়

ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধ করল স্পেন

শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সুখবর দিল আর্টসেল, আসছে তাদের চারটি গান

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

জুবিনের মৃত্যুরহস্যের প্রমাণ জোগাড় করলেন সংগীত পরিচালক 

১০

বাথরুম থেকে পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার

১১

মেয়ের নাম প্রকাশ্যে আনলেন আরবাজ পত্নী

১২

শীত কবে নামতে পারে জানালেন বিশেষজ্ঞরা

১৩

জুবিনের মৃত্যুরহস্য, গ্রেপ্তার গায়কের ভাই

১৪

রাতে সরকারি রাস্তার গাছ কেটে সাবাড়

১৫

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১৬

প্রতি গাছে ৬০০ টাকা ব্যয়, ডিসির প্রকল্পে ‘নয়ছয়’!

১৭

অক্টোবরজুড়ে থাকতে পারে ভ্যাপসা গরমের দাপট

১৮

গাজা যুদ্ধবিরতিতে উভয়পক্ষ একমত হয়েছে : ট্রাম্প

১৯

পুলিশের কাছ থেকে মাদক ব্যবসায়ীকে ছিনতাই, এসআইসহ আহত ২

২০
X