মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩৩
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

সড়ক ভেঙে হাওরে ঢুকছে পানি, প্লাবিত নিম্নাঞ্চল

বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তা ঘাট। ছবি : কালবেলা
বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তা ঘাট। ছবি : কালবেলা

হবিগঞ্জের আজমিরীগঞ্জের বদলপুর ইউনিয়নের কৈয়ারঢালা (স্লুইসগেইট) সংলগ্ন সড়কে ভেঙে হাওরে প্রবল বেগে প্রবেশ করছে নদীর পানি। গত কয়েক দিনের টানা বর্ষণে প্লাবিত হতে শুরু করেছে উপজেলার নিম্নাঞ্চলগুলো।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৯টায় নদীর পানির প্রবল স্রোতে সড়কের এই অংশটি ভেঙে যায়।

স্থানীয়রা বলছেন, ২০২২ সালের জুনের বন্যায় সর্ব প্রথম উপজেলার এই সড়কটি ভেঙে হাওরে পানি প্রবেশ করতে শুরু করে। এই ভাঙনের ফলে নদীর পানিতে আজমিরীগঞ্জ ও পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলার হাওর ও নিম্নাঞ্চলগুলো পানিতে তলিয়ে যাবার আশঙ্কা করছেন স্থানীয়রা।

জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, কুশিয়ারা নদীর আজমিরীগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৭২ সেন্টিমিটার ও বানিয়াচং উপজেলার মার্কুলী পয়েন্টে ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এরইমধ্যে উপজেলার বদলপুর ইউনিয়ন ও কাকাইলছেও ইউনিয়নে বেশকিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নদীর পানি বৃদ্ধি এবং টানা বর্ষণে নতুন করে প্লাবিত হতে শুরু করেছে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলগুলো।

বদলপুর ইউনিয়নের নোয়াগাঁওয়ের বাসিন্দা সোহেল মিয়া জানান, বৃহস্পতিবার সকালে নদীর পানির তীব্র তোড়ে সড়কটি ভেঙে যায়। এরপর ভাঙা অংশ দিয়ে প্রবল বেগে হাওর ও লোকালয়ে পানি প্রবেশ করছে।

কাকাইছেও ইউনিয়নের বাসিন্দা তারা মিয়া জানান, সপ্তাহ দুয়েক আগে পানি কমে যায়। কিন্তু গত কয়েকদিনের টানা বর্ষণ আর উজানের পানিতে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এখন আবার নতুন করে বিভিন্ন গ্রাম প্লাবিত হতে শুরু করেছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলেন, বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত আজমিরীগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ৭২ সেন্টিমিটার এবং বানিয়াচংয়ের দৌলতপুর ইউনিয়নের মার্কুলী পয়েন্টে ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরইমধ্যে জেলার এসব উপজেলার বিভিন্ন অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল ভৌমিক কালবেলাকে বলেন, উপজেলায় আমাদের ১১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। এ ছাড়া বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

১০

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১১

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১২

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১৩

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

১৪

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

১৫

ফুটবল মাঠে বন্দুকধারীদের তাণ্ডব, প্রাণ গেল ১১ জনের

১৬

আইইউবিএটির সমাবর্তনে বৈশ্বিক শিক্ষার ওপর গুরুত্ব পররাষ্ট্র উপদেষ্টার

১৭

রাষ্ট্র, ক্ষমতা ও নীরবতার সময় ডাভোসে ট্রাম্প

১৮

ভারত বিশ্বকাপের অ্যাক্রিডিটেশন বাতিল, প্রতিক্রিয়ায় যা বললেন সাংবাদিকরা

১৯

এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি বানানোর নয়, রাষ্ট্র বিনির্মাণের :  রবিউল

২০
X