রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

গরু-ছাগলের সঙ্গে কাটছে বন্যার্তদের নির্ঘুম রাত

বসতঘরে গবাদি পশু নিয়ে একত্রে বসবাস বানভাসীদের। ছবি : কালবেলা
বসতঘরে গবাদি পশু নিয়ে একত্রে বসবাস বানভাসীদের। ছবি : কালবেলা

দূর থেকে দেখা যায় কয়েকটি বাড়ি পানিতে ভাসছে। বোঝা যায় এটা কোনো দ্বীপচর কিন্তু মাটির দেখা নেই। কাছে গেলেও বোঝা যায় না এসব বাড়িতে কেউ বসবাস করছে। নৌকা নিয়ে বাড়ির উঠানে গেলে দেখা যায়, গরু-ছাগলের সঙ্গে একত্রে বাস করছেন বাড়ির সদস্যরা। শুক্রবার (৫ জুলাই) কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জে গিয়ে এ পরিস্থিতির দেখা মেলে।

সরজমিনে দেখা যায়, সবুরা খাতুন (৫৫) কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের বতুয়াতলি গ্রামে বাস করছেন স্বামী সন্তান নিয়ে। পাশে আরও দুটি মহিলা। জিজ্ঞেস করলে জানান, একজন মেয়ে আরেকজন ছেলের বউ। স্বামী খাবারের সন্ধানে গেছে হাটে আর সন্তান কাজের সন্ধানে বাইরে আছে। খড় আর প্লাস্টিকের ছাউনি দেওয়া, বেড়া ছাড়া উঁচু ঢিবিতে একটা ভাঙা খাট বিছিয়ে গত ৮ দিন থেকে কোনো মতে খেয়ে না খেয়ে দিন পার করছেন। এক খাটে ৮ সদস্যের পরিবার কীভাবে ঘুমায়? পাশেই আবার কয়েকটি ছাগল এবং রান্নার চুলা আর হাঁড়ি পাতিল। শৌচাগার আর টিউবওয়েল ডুবে যাওয়ায় পড়েছেন আরও চরম বিপাকে। প্রায় আধা ঘণ্টার নদীপথ পাড়ি দিয়ে বেগমগঞ্জ থেকে পানি আনতে হয়।

এমন চিত্র শুধু সবুরা বেগমের নয়, পুরো কুড়িগ্রাম জেলার প্রায় দুই লাখ মানুষের। তিস্তা, ধরলা, দুধকুমার কিছুটা শান্ত মেজাজে থাকলেও ব্রহ্মপুত্র যেন তার ভয়ংকর রূপ প্রদর্শন করছে। চিলমারী, রৌমারী, রাজিবপুর আর উলিপুরের হাজার হাজার বাড়িতে পানি উঠেছে। বিশেষ করে রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের চার সাজাই, পাইকান্টারী, শংকর মাধবপুর, দক্ষিণ চরসাজাই, উত্তর কোদালকাটি, মোহনগঞ্জ ইউনিয়নের ভেলামারী, বড়বেড়, নাওসালা, শিকারপুর, চরনেওয়াজী, নয়াচর, রাজিবপুর সদরের মুন্সিপাড়া, টাঙ্গালিয়া পাড়া, রৌমারী উপজেলার টাপুরচর, কাজাইকাটা, বকবান্ধা, খেওয়ারচর এবং চিলমারীর অষ্টমীরচর, নয়ারহাট, রমনার প্রায় সব বাড়িতে পানি প্রবেশ করেছে। রাস্তা ঘাট ডুবে যাওয়ায় নৌকাই হচ্ছে তাদের চলাচলের একমাত্র অবলম্বন।

সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে বিশুদ্ধ পানির অভাবে। এ ছাড়াও গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ৭৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৭২ ঘণ্টা পানি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। জেলা প্রশানের হিসেব অনুযায়ী প্রায় দুই লক্ষাধিক মানুষ এখন পানিবন্দি অবস্থায় রয়েছে।

জেলা প্রশাসক মো. সাইদুল আরিফ জানান, এরইমধ্যে ৯০ টন চাল এবং ৩ হাজার ২৬৭ প্যাকেট শুকনো খাবার বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। এ ছাড়াও ৫০০ টন চাল ও ২০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে যা ইউএনও ও চেয়ারম্যানদের মাধ্যমে বিতরণ করা হবে। বন্যার্তদের জন্য সরকারের সর্বোচ্চ সহযোগিতা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিবেট সুবিধাসহ পৌরকর পরিশোধ-ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ বাড়ল

ডাক্তারদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির : মুতাছিম বিল্লাহ

১০ ঘণ্টা পরেও স্বাভাবিক হয়নি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ভোগান্তি চরমে 

‘সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত জামিন সংক্রান্ত বক্তব্য আইজিপির নয়’

বান্ধবীর কাছে ‘হিরো’ হতে গিয়ে ৪২২৯ যাত্রী নিয়ে প্রমোদতরী ডুবিয়ে দেন ক্যাপ্টেন!

মায়ের পাশে ঘুমিয়ে ছিলেন যুবক‌, জানালা খুলে গুলি করে হত্যা

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২০০

কী এই গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, কেন আলোচনার কেন্দ্রবিন্দু?

হিন্দু সম্প্রদায়কে দুর্গাপূজার শুভেচ্ছা / প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধানের দায়িত্ব রাষ্ট্রের : তারেক রহমান

১০

স্বস্তি ফিরেছে খাগড়াছড়িতে, যান চলাচল শুরু

১১

দেশের প্রশ্নে কোনো বিভাজন নয় : ডিসি তানভীর

১২

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক গায়ক আসিফ

১৩

বরিশালে ৩০ সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান

১৪

আমি একজন মাদ্রাসার ছাত্র হিসেবে গর্ব করি : ধর্ম উপদেষ্টা

১৫

আ.লীগ গণশত্রুতে পরিণত হয়েছে : ডা. জাহিদ

১৬

আফগান সিরিজের আগে সুসংবাদ পেলেন একাধিক টাইগার ক্রিকেটার

১৭

সর্দার দুলালসহ আন্তঃজেলার ১৩ ডাকাত গ্রেপ্তার

১৮

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ৪০

১৯

আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে কী বললেন আইন উপদেষ্টা

২০
X