রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

গরু-ছাগলের সঙ্গে কাটছে বন্যার্তদের নির্ঘুম রাত

বসতঘরে গবাদি পশু নিয়ে একত্রে বসবাস বানভাসীদের। ছবি : কালবেলা
বসতঘরে গবাদি পশু নিয়ে একত্রে বসবাস বানভাসীদের। ছবি : কালবেলা

দূর থেকে দেখা যায় কয়েকটি বাড়ি পানিতে ভাসছে। বোঝা যায় এটা কোনো দ্বীপচর কিন্তু মাটির দেখা নেই। কাছে গেলেও বোঝা যায় না এসব বাড়িতে কেউ বসবাস করছে। নৌকা নিয়ে বাড়ির উঠানে গেলে দেখা যায়, গরু-ছাগলের সঙ্গে একত্রে বাস করছেন বাড়ির সদস্যরা। শুক্রবার (৫ জুলাই) কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জে গিয়ে এ পরিস্থিতির দেখা মেলে।

সরজমিনে দেখা যায়, সবুরা খাতুন (৫৫) কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের বতুয়াতলি গ্রামে বাস করছেন স্বামী সন্তান নিয়ে। পাশে আরও দুটি মহিলা। জিজ্ঞেস করলে জানান, একজন মেয়ে আরেকজন ছেলের বউ। স্বামী খাবারের সন্ধানে গেছে হাটে আর সন্তান কাজের সন্ধানে বাইরে আছে। খড় আর প্লাস্টিকের ছাউনি দেওয়া, বেড়া ছাড়া উঁচু ঢিবিতে একটা ভাঙা খাট বিছিয়ে গত ৮ দিন থেকে কোনো মতে খেয়ে না খেয়ে দিন পার করছেন। এক খাটে ৮ সদস্যের পরিবার কীভাবে ঘুমায়? পাশেই আবার কয়েকটি ছাগল এবং রান্নার চুলা আর হাঁড়ি পাতিল। শৌচাগার আর টিউবওয়েল ডুবে যাওয়ায় পড়েছেন আরও চরম বিপাকে। প্রায় আধা ঘণ্টার নদীপথ পাড়ি দিয়ে বেগমগঞ্জ থেকে পানি আনতে হয়।

এমন চিত্র শুধু সবুরা বেগমের নয়, পুরো কুড়িগ্রাম জেলার প্রায় দুই লাখ মানুষের। তিস্তা, ধরলা, দুধকুমার কিছুটা শান্ত মেজাজে থাকলেও ব্রহ্মপুত্র যেন তার ভয়ংকর রূপ প্রদর্শন করছে। চিলমারী, রৌমারী, রাজিবপুর আর উলিপুরের হাজার হাজার বাড়িতে পানি উঠেছে। বিশেষ করে রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের চার সাজাই, পাইকান্টারী, শংকর মাধবপুর, দক্ষিণ চরসাজাই, উত্তর কোদালকাটি, মোহনগঞ্জ ইউনিয়নের ভেলামারী, বড়বেড়, নাওসালা, শিকারপুর, চরনেওয়াজী, নয়াচর, রাজিবপুর সদরের মুন্সিপাড়া, টাঙ্গালিয়া পাড়া, রৌমারী উপজেলার টাপুরচর, কাজাইকাটা, বকবান্ধা, খেওয়ারচর এবং চিলমারীর অষ্টমীরচর, নয়ারহাট, রমনার প্রায় সব বাড়িতে পানি প্রবেশ করেছে। রাস্তা ঘাট ডুবে যাওয়ায় নৌকাই হচ্ছে তাদের চলাচলের একমাত্র অবলম্বন।

সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে বিশুদ্ধ পানির অভাবে। এ ছাড়াও গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ৭৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৭২ ঘণ্টা পানি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। জেলা প্রশানের হিসেব অনুযায়ী প্রায় দুই লক্ষাধিক মানুষ এখন পানিবন্দি অবস্থায় রয়েছে।

জেলা প্রশাসক মো. সাইদুল আরিফ জানান, এরইমধ্যে ৯০ টন চাল এবং ৩ হাজার ২৬৭ প্যাকেট শুকনো খাবার বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। এ ছাড়াও ৫০০ টন চাল ও ২০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে যা ইউএনও ও চেয়ারম্যানদের মাধ্যমে বিতরণ করা হবে। বন্যার্তদের জন্য সরকারের সর্বোচ্চ সহযোগিতা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ কার্যক্রমে অংশগ্রহণের অনুমতি পেল ৩৩ বাণিজ্যিক ব্যাংক

আমরণ অনশনে অসুস্থ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থী

পিআরে নির্বাচন হলে ৫৪ বছরের কলঙ্ক মুক্ত হবে : ডা. তাহের

৯ দফা দাবি রাবি শিক্ষক-কর্মকর্তাদের

‘এক বাড়ির এতগুলো কবর খোঁড়ার কাম আগে কোনোদিন করিনি’

কে কাকে দিয়ে ক্ষমতায় আসবেন সেই প্রতিযোগিতা ভুলে যান : রেজাউল করিম

‘জয় বাংলা’ গানে বিভ্রান্তি, আ.লীগ ভেবে ছাত্র-জনতার অনুষ্ঠানে হামলা

রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন, তারিখ ঘোষণা

চিকিৎসা পেশা নিয়ে মন্তব্যের জন্য ড. আসিফ নজরুলকে ক্ষমা চাইতে হবে : ড্যাব

রাকসু নির্বাচন / ভোটারের ৩৯ শতাংশই নারী, প্রার্থিতার আলোচনায় দুজন

১০

জন্মাষ্টমীতে কেশবপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

১১

জুলাই সনদের খসড়ায় যা আছে

১২

বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি, ডুবেছে ফসলি জমি

১৩

আটলান্টিকে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিন’, কখন কোথায় আঘাত হানবে 

১৪

বাঘায় খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

১৫

চাঁদার দাবিতে কারখানায় হামলা, আহত ৫

১৬

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিএনপির দোয়া

১৭

কোচিংয়ে অস্ত্র-বিস্ফোরক, খায়রুজ্জামান লিটনের ভাইসহ আটক ৩

১৮

বিএনপির পক্ষে পাবনা-১ আসনে সাংবাদিক এম এ আজিজের প্রচারণা

১৯

জুলাই সনদ বাস্তবায়নে ৮ অঙ্গীকারনামা

২০
X