শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

দুই নদীর ভাঙনে বিলীন শতাধিক বাড়ি-ঘর

শেরপুরে নদীভাঙন। ছবি : কালবেলা
শেরপুরে নদীভাঙন। ছবি : কালবেলা

শেরপুর জেলার বুক চিরে বয়ে চলা যমুনার শাখা নদী দশানী ও ব্রহ্মপুত্র নদের শাখা নদীর মিলনস্থল সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ৬নং চর এলাকায়। এই জায়গাটিতে মাঝে মাঝে নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় এলাকাটিই এখন মরণ ফাঁদ।

প্রতিবছরের ন্যায় এবারও টানা বর্ষণে শেরপুরের ব্রহ্মপুত্র ও দশানী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বর্ষার শুরুতেই এসব নদীর ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে বাড়ি-ঘর, আবাদি জমি ও রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হচ্ছে।

গত দুই বছরে দশানী নদীর ভাঙনে ৬নং চর গ্রামের অনেক পরিবারের বসতভিটা, কবরস্থানসহ আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। সমপরিমাণ ক্ষতির মুখে পড়েছে ৭নং চরের মানুষ। অনেকের জায়গা-জমি নদীতে বিলীন হওয়ায় মাথা গোঁজার ঠাঁই নেই। গত বছর পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিছু জিও ব্যাগ ফেলেই দায় মুক্তির চেষ্টা হয়েছে। কিন্তু মেলেনি স্থায়ী সমাধান। এলাকাবাসীরা এই নিয়ে বার বার ক্ষোভ প্রকাশ করে জনপ্রতিনিধিসহ স্থানীয় প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি। এবারও দায়সারা পুরোনো আশ্বাসই দিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। তবে স্থানীয়দের দাবি, পাইলিং করে তৈরি করা হোক স্থায়ী সমাধান।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে ৬নং এলাকায় গিয়ে দেখা যায়, মৌসুমের শুরুতেই ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙন দেখা দিয়েছে। এতে গত তিন দিনেই প্রায় দেড়শ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সেই সঙ্গে নদীর গর্ভে বিলীন হয়েছে অন্তত ত্রিশ থেকে চল্লিশটি বাড়ি। একর একর আবাদি জমির সঙ্গে নদীর পেটে গেছে সবজির বাগান ও ধানের বীজতলা। ভাঙনের মুখে পড়েছে ৬নং চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ ও দুটি মাদ্রাসা, পোস্ট অফিস, গ্রামের রাস্তা ও কবরস্থান। আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে মানুষ। অনেকেই শঙ্কায় আছেন, কখন তাদের বাড়িঘর ও জমি নদীগর্ভে চলে যায়।

অপরদিকে ৭নং চর এলাকায় গিয়ে দেখা যায়, গতবারের দেওয়া জিওব্যাগ ফেলা অংশে ভাঙন শুরু না হলেও তার আগে ও পরের এলাকায় শুরু হয়েছে ভাঙন। এতে চরম হুমকির মুখে রয়েছে এলাকার একমাত্র বাজার। এলাকার অধিকাংশ নদী তীরবর্তী মানুষের বাড়ি ৭ থেকে ৮ বার স্থান পরিবর্তন করেও মিলছে না প্রতিকার। স্থানীয় বালু ব্যাবসায়ীদের বালি উত্তোলন ও অপরিকল্পিত নদী খননের ফলকেও এর কারণ হিসেবে দায়ী করছেন স্থানীয়রা।

বৃদ্ধ লুৎফর রহমান বলেন, আমাদের চার ভাইয়ের মোট ৬০ বিঘা জমি ছিল। নদী আমাদের সব কেড়ে নিয়েছে। খুব কষ্টের মধ্যে আমাদের জীবন যাচ্ছে।

জলিল মিয়া নামে এক যুবক বলেন, আমরা মোট সাতবার বাড়ি স্থানান্তর করেছি। এবার আবার ভাঙনের কবলে পড়েছি। এবার নতুন করে ঘর তোলার মতো আর নিজের জায়গা নেই। প্রতিবেশীর জায়গাতে বাড়ি করার প্রস্তুতি নিচ্ছি।

এলাকার প্রাক্তন ইউপি সদস্য সাইফুদ্দিন মণ্ডল আক্ষেপ করে জানান, এই নদীতে দুই বছর আগে আমার বাড়ি ভেঙে গেছে। অন্যের জমিতে বাড়ি করে আছি। এবারও আমার নতুন বাড়ির অর্ধেক ভেঙে গেছে। আমি এখন ভূমিহীন হয়ে গেছি। এই নদীর ভাঙন রোধ না করতে পারলে আমার মতো শত শত লোক ভূমিহীন হয়ে যাবে।

এ ব্যাপারে কামারেরচর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ হাবিবুর রহমান বলেন, নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে। একেকবার একেক এলাকায় তাণ্ডব চালাচ্ছে নদী। গত বছর ভাঙন শুরু হলে প্রশাসনের লোকজন এনে পরিদর্শন করিয়েছি। পরে দুই জায়গায় ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবার আবারও ভাঙন শুরু হয়েছে। এরইমধ্যে আমি ইউএনও ও পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি। আশাকরি দ্রুত সময়ের মধ্যে হয়তো ব্যবস্থা নেবে তারা।

শেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান বলেন, শেরপুরের বেশ কয়েকটি নদীর ভাঙন দেখা দিয়েছে। আমরা নদী ভাঙন এলাকার খোঁজ নিচ্ছি। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছি। ভাঙন এলাকা পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুদণ্ডের রায়ে কষ্ট অনুভব করছেন আইনজীবী আমির হোসেন

গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে হামলা, ককটেল বিস্ফোরণ

ইন্টেলেকচুয়াল প্রপার্টি ও উদ্ভাবনী অর্থনীতি : বাংলাদেশের পরবর্তী চালিকাশক্তি

২১ নভেম্বর উপলক্ষে আইএসপিআরের বার্তা

২৩ মাস পর বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

তালাকের পর দুধ দিয়ে গোসল করলেন জুয়েল

কান্নার শব্দ শুনে পরিত্যক্ত শৌচাগারে মিলল নবজাতক

মজলুমের দোয়া আজ কবুল হলো : শামারুহ মির্জা

শেখ হাসিনার রায় নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি

পাশের দেশ অশান্তির উসকানি দিচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১০

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ট্যাটাস

১১

সেনাবাহিনীর ‘মিডনাইট অপারেশন’ : অস্ত্র-গুলিসহ আটক ১

১২

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে যা বললেন ভারত কোচ

১৩

হোয়াটসঅ্যাপ আনছে নতুন ফিচার

১৪

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে ঢাবিতে ডাকসুর আনন্দ মিছিল

১৫

শেখ হাসিনার ফাঁসির রায়ে যা বললেন সামান্তা শারমিন

১৬

চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ দুই আসামি গ্রেপ্তার

১৭

শেখ হাসিনার ফাঁসির রায়ে যা বললেন আখতার 

১৮

রায় শুনে যা বললেন মুগ্ধর বাবা

১৯

মানিকগঞ্জে ইসলামী ব্যাংকে ভয়াবহ আগুন

২০
X