সুনামগঞ্জের তাহিরপুরে মডেল মসজিদ নির্মাণকাজ পরিদর্শন করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুপ্রভাত চাকমা।
মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ১৪ কোটি টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্বাস বিল্ডার্সের নির্মাণাধীন মসজিদের ছাদ ঢালাই কাজসহ বিভিন্ন কাজ পরিদর্শন করেন তিনি।
এ সময় সঙ্গে ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা মৎস্য অফিসার ইউসুফ আলী, সমবায় কর্মকর্তা আশিষ আচার্য্য, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম, দৈনিক কালবেলা প্রতিনিধি শওকত হাসান, ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্বাস বিল্ডার্সের প্রকৌশলী আলম মিয়া প্রমুখ।
মন্তব্য করুন