সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০১:১৫ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ

বিরিয়ানি খেয়ে হাসপাতালে নারী-শিশুসহ আড়াই শতাধিক কৃষক

সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফটক। ছবি : কালবেলা
সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফটক। ছবি : কালবেলা

সাতক্ষীরার কলারোয়ায় ঢাকা নবাব বিরিয়ানি খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আড়াই শতাধিক কৃষক ও তাদের পরিবারের সদস্যরা।

শনিবার (৬ জুলাই) সন্ধ্যার পর থেকে একের পর এক ওই কৃষকদের পরিবারের সদস্যরা অসুস্থ হতে থাকে।

এর আগে সকাল ১০টার দিকে ঢাকার মাছের খাদ্য আগাতা ফিডের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলন থেকে কৃষকদের বিরিয়ানি দেওয়া হয়।

এদিকে, অসুস্থদের কলারোয়া সরকারি হাসপাতালে নিলে তাদের উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া অসুস্থ রোগীরা স্থানীয় ক্লিনিকে ভর্তি হয়েছেন।

জানা গেছে, কলারোয়ার জালালবাদ ইউনিয়নের সিংলাল বাজারের ইউপি সদস্য আফতাবুজ্জামান দোকানে শনিবার সকাল ১০টার দিকে ঢাকার মাছের খাদ্য আগাতা ফিডের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে দুপুর দেড়টার দিকে কলারোয়া বাজার থেকে আনা ঢাকা নবাব বিরিয়ানি ১২০ জন মাছ চাষিকে দেওয়া হয়। পরে চাষিরা ওই বিরিয়ানি বাড়ি নিয়ে পরিবারের সকলে মিলে খায়।

জালালাবাদের ইউপি সদস্য আফতাবুজ্জামান জানান, কলারোয়া উপজেলার চৌরাস্তা মোড় ঢাকা নবাব বিরিয়ানি হাউস থেকে ১২০ প্যাকেট খাওয়ার অর্ডার করা হয়। বিরিয়ানি নিয়ে অনুষ্ঠানের শেষে সকলের মধ্যে বিতরণ করা হয়। সন্ধ্যার পর একের পর এক ফোন আসতে থাকে যে, ওই বিরিয়ানি খাওয়ায় তাদের বমি, পেটে ব্যথা ও পাতলা পায়খানা হচ্ছে।

তিনি আরও বলেন, এ নিয়ে সিংহলাল গ্রামের প্রায় আড়াই শতাধিক নারী, পুরুষ ও শিশু ফুড পয়জনিং এ আক্রান্ত হয়। আক্রান্ত ব্যক্তিদের কলারোয়া সরকারি হাসপাতালে নেওয়া হলে ওষুধ, স্যালাইন, বেড খালি না থাকায় তারা বিপাকে পড়েন।

কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম বলেন, শনিবার ওষুধের দোকান বন্ধ থাকায় ডায়রিয়ার স্যালাইন পাওয়া যাচ্ছিল না। একই সঙ্গে হাসপাতালে বেড খালি নেই। প্রায় ৪০ জন রোগী ভর্তি করা হয়েছে। বাকিদের উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় পাঠানো হয়েছে।

এদিকে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঢাকা নবাব বিরিয়ানি হাউসের প্রো. রবিউল ইসলামকে আটক করে। পরবর্তীতে অসুস্থ রোগীদের অবস্থা দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় কেউ থানায় এখন পর্যন্ত অভিযোগ দেয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিএল: তারকা অলরাউন্ডারকে দলে ভিড়িয়ে সিলেটের বড় চমক

‘মালের গাড়ি এসেছে’ বলে ডেকে নিয়ে ধর্ষণ, মিলল চাঞ্চল্যকর তথ্য

সালমান খানের প্রেমে পড়েছিলেন সুস্মিতা

রিয়াল মাদ্রিদের কষ্টার্জিত জয়ের দিন বিধ্বস্ত লিভারপুল

স্বর্ণ কিনবেন, জেনে নিন আজকের বাজারদর

শীতকালে ফ্রিজের তাপমাত্রা কত রাখবেন?

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল টেকনাফ

কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা ১৩ ডিগ্রিতে

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কৃষকের ছদ্মবেশে দুই ডাকাতকে ধরল পুলিশ

১০

সিএলএম বিভাগে চাকরি দিচ্ছে বিকাশ

১১

ঢাকায় তাপমাত্রা নেমে ১৭ ডিগ্রি, বাড়ছে শীতের অনুভূতি

১২

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৮০৭

১৩

আজ থেকে লাগাতার কর্মবিরতিতে প্রাথমিকের সাড়ে ৩ লাখ শিক্ষক

১৪

সিনিয়র মেডিকেল অফিসার পদে নিয়োগ দিচ্ছে সেভ দ্য চিলড্রেন

১৫

প্রেমিক যুগলকে জিম্মি করে চাঁদা আদায়, অতঃপর...

১৬

আরএফএলে বড় নিয়োগ, দ্রুত আবেদন করুন

১৭

দাঁড়িপাল্লার কাছে নারী সমাজ নিরাপদ নয় : খায়রুল কবির খোকন

১৮

রাজধানীতে আজ কোথায় কী

১৯

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২০
X