সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রস্রাব করতে নিষেধ করায় পুলিশকে বেধড়ক মারধর

পুলিশকে মারধরের ঘটনায় আটককৃতদের নিয়ে যাওয়া হচ্ছে। ছবি : কালবেলা
পুলিশকে মারধরের ঘটনায় আটককৃতদের নিয়ে যাওয়া হচ্ছে। ছবি : কালবেলা

জামালপুরের সরিষাবাড়ীতে আবাসিক এলাকায় প্রস্রাব করতে নিষেধ করায় পুলিশকে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। এতে পল্লব হোসেন নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সরিষাবাড়ী তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ঝুটন কুমার বর্মন।

সোমবার (৮ জুলাই) দুপুর ১টায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন- টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার জগত জোড়া গ্রামের শামসুল হকের ছেলে আসলাম খান, ভুয়াপুর ললিন বাজার এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে সাইফুল ইসলাম, সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের রাধা নগর গ্রামের জুলহাস মিয়ার ছেলে আ. হালিম ও পোগলদিঘা কান্দাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাজু মিয়া। এ ঘটনায় আরও ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, সোমবার দুপুর ১টায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ছানোয়ার হোসেন ছানার বাসার সম্মুখে দেয়ালের পাশে দাঁড়িয়ে প্রস্রাব করছিল আসলাম নামের এক বাসের শ্রমিক। এ সময় ওই বাসার ভাড়াটিয়া ও তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্য পল্লব হোসেন স্কুল থেকে তার ছেলেকে নিয়ে বাসায় ফিরছিলেন। বাসার সম্মুখে এসে এভাবে দাঁড়িয়ে প্রস্রাব করতে দেখে ওই পুলিশ সদস্য তাকে নিষেধ করেন। কিন্তু বখাটে শ্রমিক উল্টো তার ওপর ক্ষিপ্ত হন এবং বিতর্কে জড়ান। পরে ওই বাস শ্রমিক তার সহকর্মীদের ডেকে এনে পুলিশ সদস্যকে বেধড়ক মারধর করেন। পরে এ ঘটনায় ৪ শ্রমিককে গ্রেপ্তার করে পুলিশ।

এ ব্যাপারে কান্দারপাড়া বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মতিউর রহমান মতি কালবেলাকে বলেন- আমি শুনেছি, বাস শ্রমিক আসলাম উদ্দিন বাস থেকে নেমে বাসস্ট্যান্ডের পূর্ব পাশে ছানার বাসার দেয়ালের পাশে দাঁড়িয়ে প্রস্রাব করছিল। এ সময় পুলিশ সদস্য পল্লব হোসেন তাকে পেছন থেকে ধাক্কা মারে। পরে আসলাম তার সহকর্মীদের সঙ্গে ওই পুলিশ সদস্যের বাসায় গিয়ে তাকে অফিসে আসতে বলে। সে পরে আসবে বলে জানালে এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয় এবং একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই চারজন শ্রমিককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। আমরা এ বিষয়টি বাস শ্রমিক ইউনিয়ন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন নেতাদের জানিয়েছি। তারা বিষয়টি দেখবেন বলে জানান।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান কালবেলাকে বলেন, পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

শরীয়তপুরে প্রথম নারী পুলিশ সুপার রওনক জাহান

বাবা বেঁচে আছে কিনা জানি না, ইমরান খানের ছেলে

যারা ভোট দিতে পারবেন না, জানালেন ইসি সচিব

মোহাম্মদপুরে আবাসিক ভবনে আগুন

চকবাজারে আবাসিক ভবনে আগুন

খালেদা জিয়ার জন্য দোয়ার আহ্বান জামায়াতের

গোসল করতে নেমে প্রাণ গেল তামিমের

চলন্ত যানবাহনে নামাজ আদায় করার সঠিক নিয়ম

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে চীনের মেডিকেল টিম

১০

মার্কিন হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক জোটের দ্বারস্থ ভেনেজুয়েলা

১১

নারী বিপিএল আয়োজনের ঘোষণা বিসিবি সভাপতির

১২

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে

১৩

হাসিনা, রেহানা, টিউলিপ কেন আইনজীবী পাননি, বিচারকের ব্যাখ্যা

১৪

কাভার্ডভ্যানচাপায় প্রাণ গেল বিএনপি নেতার

১৫

শিক্ষকদের কর্মবিরতিতে চট্টগ্রামের সরকারি স্কুলে বার্ষিক পরীক্ষা বন্ধ

১৬

গৃহবধূকে পিটিয়ে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৭

তারেক রহমান ভোটার হননি, যেভাবে হতে পারবেন প্রার্থী

১৮

বিপিএল : নোয়াখালীর অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে যিনি

১৯

হাসিনা-টিউলিপকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরাতে চায় দুদক

২০
X