ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০৯:৫৫ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৪, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

দেশসেরা উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল

ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। ছবি : সংগৃহীত
ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। ছবি : সংগৃহীত

পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যে বিশেষ অবদান রাখায় ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে।

একইসঙ্গে জাতীয় পর্যায়ে ৯ ক্যাটাগরির মধ্যে ৫ ক্যাটাগরিতে ফেনী সদর উপজেলাকে সারা দেশের ‘শ্রেষ্ঠ উপজেলা’ হিসেবেও ঘোষণা করা হয়।

মঙ্গলবার (৯ জুলাই) আসমা হাসান স্বাক্ষরিত পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

প্রসঙ্গত, ১৯৯০ সালের ১১ জুলাই প্রথমবারের মতো ৯০টি দেশে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়। তারই ধারাবাহিকতায় নানা আয়োজনের মধ্য দিয়ে এ বছর বাংলাদেশও বিশ্ব জনসংখ্যা দিবস পালন করছে।

এদিকে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যানে স্বীকৃতিতে নিজের অনুভূতি ব্যক্ত করে শুসেন চন্দ্র শীল বলেন, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের স্বাস্থ্যসেবা কার্যক্রমও ক্রমাগত উন্নতি হচ্ছে। আমাকে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করায় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ। সেই সঙ্গে ফেনী সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি বলেন, আমার এ অর্জন ফেনী সদর উপজেলার মানুষের ভালোবাসা আর সহযোগিতার ফল। আমরা সামনের দিকে আরও এগিয়ে যেতে চাই। ফেনী সদরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়তে চাই।

এ ছাড়া শুসেন চন্দ্র শীল তার এ বিশেষ অর্জনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ন রশিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহেদা হোসেন চৌধুরী এবং সদর উপজেলার মাঠ পর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারীকে ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এ অর্জনের অংশীদার জেলা প্রশাসক, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাই বলে জানিয়েছেন তিনি। এ সময় ফেনীবাসীর প্রতি সেবা এবং অর্জনের এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন শুসেন চন্দ্র শীল।

পরিবার-পরিকল্পনা অধিদপ্তর সূত্রে জানা যায়, গত এক বছরে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যের বিভিন্ন সূচকে লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জন, উদ্ভাবনী উদ্যোগ, উপজেলা প্রশাসন ও পরিষদের ভূমিকা বিবেচনা করে সারা দেশে শ্রেষ্ঠ উপজেলা নির্বাচন করা হয়। চলতি বছর স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে ফেনী সদর উপজেলার চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলে হাতে এই অর্জনের স্বীকৃতিসরূপ বিশেষ পুরস্কার তুলে দেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী-স্ত্রীর মধ্যে কে আগে ঝগড়া শুরু করেন? যা বলছে গবেষণা

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

রাতে হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

অর্থপাচার মামলা / মার্কিন নাগরিক এনায়েত করিমের জামিন নামঞ্জুর 

রাকসু নির্বাচন পর্যবেক্ষণে থাকবে ১০ সদস্যের কমিটি

উচ্চ আদালতকেও সংস্কার করতে হবে : আসিফ নজরুল

যবিপ্রবির রিজেন্ট বোর্ড সভা বানচাল চেষ্টার অভিযোগ

এক ও দুই কয়েন নিয়ে নতুন নির্দেশনা

নির্বাচন কমিশনের ‘দায়িত্বহীনতার’ জবাব দেওয়া উচিত : ছাত্রদলের ভিপি প্রার্থী

রিপনের মা-বাবাকে নিয়ে যা বললেন অভিনেত্রী চমক

১০

বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০ নেতাকর্মী

১১

মানুষের জীবনমান উন্নয়নের সব কিছুই ৩১ দফায় রয়েছে : কফিল উদ্দিন

১২

খুব দ্রুতই পাস হচ্ছে জকসু আইন 

১৩

দেশে দক্ষমানব সম্পদ উন্নয়নে তাকামোল প্রকল্পের সফলতা

১৪

স্থায়ী কমিটিতে যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল বিএনপি

১৫

ভেজাল কয়েকশ বস্তা টিএসপি সার ধ্বংস

১৬

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

১৭

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আরও দুই দেশ

১৮

আমি আয়নাঘরে ছিলাম : আমির হামজা

১৯

বিশ্ব সোরিয়াসিস দিবসে সোরিয়াসিস এওয়ারনেস ক্লাবরে সেমিনার

২০
X