ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০৯:৫৫ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৪, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

দেশসেরা উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল

ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। ছবি : সংগৃহীত
ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। ছবি : সংগৃহীত

পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যে বিশেষ অবদান রাখায় ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে।

একইসঙ্গে জাতীয় পর্যায়ে ৯ ক্যাটাগরির মধ্যে ৫ ক্যাটাগরিতে ফেনী সদর উপজেলাকে সারা দেশের ‘শ্রেষ্ঠ উপজেলা’ হিসেবেও ঘোষণা করা হয়।

মঙ্গলবার (৯ জুলাই) আসমা হাসান স্বাক্ষরিত পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

প্রসঙ্গত, ১৯৯০ সালের ১১ জুলাই প্রথমবারের মতো ৯০টি দেশে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়। তারই ধারাবাহিকতায় নানা আয়োজনের মধ্য দিয়ে এ বছর বাংলাদেশও বিশ্ব জনসংখ্যা দিবস পালন করছে।

এদিকে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যানে স্বীকৃতিতে নিজের অনুভূতি ব্যক্ত করে শুসেন চন্দ্র শীল বলেন, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের স্বাস্থ্যসেবা কার্যক্রমও ক্রমাগত উন্নতি হচ্ছে। আমাকে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করায় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ। সেই সঙ্গে ফেনী সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি বলেন, আমার এ অর্জন ফেনী সদর উপজেলার মানুষের ভালোবাসা আর সহযোগিতার ফল। আমরা সামনের দিকে আরও এগিয়ে যেতে চাই। ফেনী সদরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়তে চাই।

এ ছাড়া শুসেন চন্দ্র শীল তার এ বিশেষ অর্জনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ন রশিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহেদা হোসেন চৌধুরী এবং সদর উপজেলার মাঠ পর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারীকে ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এ অর্জনের অংশীদার জেলা প্রশাসক, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাই বলে জানিয়েছেন তিনি। এ সময় ফেনীবাসীর প্রতি সেবা এবং অর্জনের এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন শুসেন চন্দ্র শীল।

পরিবার-পরিকল্পনা অধিদপ্তর সূত্রে জানা যায়, গত এক বছরে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যের বিভিন্ন সূচকে লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জন, উদ্ভাবনী উদ্যোগ, উপজেলা প্রশাসন ও পরিষদের ভূমিকা বিবেচনা করে সারা দেশে শ্রেষ্ঠ উপজেলা নির্বাচন করা হয়। চলতি বছর স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে ফেনী সদর উপজেলার চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলে হাতে এই অর্জনের স্বীকৃতিসরূপ বিশেষ পুরস্কার তুলে দেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুমার দিন মসজিদে এসে যে ৩ কাজ ভুলেও করবেন না

২৯ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

যারা অত্যাচার-নির্যাতন করেছে তাদের বিচার হতেই হবে : হুম্মাম কাদের

স্বাস্থ্য পরামর্শ / চোখের লাল-জ্বালা: এডেনোভাইরাল কনজাঙ্কটিভাইটিসের প্রাদুর্ভাব

ইতালিতে ‘ও লেভেল’ পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

সাবেক এমপি বুলবুলের পিএস সিকদার লিটন গ্রেপ্তার

টাকা না পেয়ে ফুপুকে গলাকেটে হত্যা করল ভাতিজা

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা বাতিল 

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

১০

সাতক্ষীরার পুলিশ সুপারের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

১১

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবির ৫ দফা দাবি

১২

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

১৩

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

১৪

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

১৫

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

১৬

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

১৮

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

১৯

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

২০
X