হবিগঞ্জের মাধবপুরের নোয়াপাড়া ইউপিরশাহপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রীছাউনিতে পার্শ্ববর্তী ব্যবসায়ীদের দোকানের ফার্নিচারের মালামাল রাখায় চরম ভোগান্তি পড়েছেন পথচারীরা।
যাত্রী ছাউনিটি হবিগঞ্জ জেলা পরিষদের বরাদ্দের নির্মিত। স্কুলগামী শিক্ষার্থীদেরও এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ নিয়ে তারা বিভিন্ন সময়ে প্রতিবাদ জানালেও কোনো সুরাহা হচ্ছে না।
স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ পাল বলেন, আমরা ভোগান্তি পোহাচ্ছি। ফার্নিচারের মালামাল রাখার কারণে যাত্রীছাউনিতে দাঁড়ানোর জায়গা থাকে না।
মাধবপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার চৌধুরী বলেন, এভাবে যাত্রীছাউনিতে দোকানের মালামাল রাখা অনুচিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা নিয়ে আমাদের উপজেলা পরিষদ থেকেও এটি নিরসনে ব্যবস্থা গ্রহণ করব।
শায়েস্তাগঞ্জের হাইওয়ে থানার ওসি তৈইমুর ইসলাম কালবেলাকে বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। দ্রুত খোঁজ নিচ্ছি। আমরা অফিসার পাঠিয়ে ব্যবস্থা গ্রহণ করব।
মন্তব্য করুন