কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের এক বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুলাই) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন, লিটন বিশ্বাস (৩৫) ও রাজিব আলী (২৩)। লিটন বিশ্বাস বাগোয়ান গ্রামের হারান বিশ্বাসের ছেলে ও রাজিব আলী একই গ্রামের জিয়ার আলীর ছেলে। তারা দুজনই রাজমিস্ত্রির কাজ করতেন।
মথুরাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার কবীর মিন্টু বলেন, 'সেপটিক ট্যাংকে নামলে অক্সিজেন সংকটে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।'
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে বাগোয়ান গ্রামের মোশাররফ আলীর বাড়িতে সেপটিক ট্যাংকের কাজ করতে যায় রাজমিস্ত্রী লিটন এবং রাজিব। তারা এক সঙ্গে সেপটিক ট্যাংকের ভেতরে নামেন। সেখানেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্যাংক থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে দৌলতপুর থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
দৌলতপুর থানার ওসি মাহাবুবুর রহমান জানান, ওই এলাকার মোশাররফের বাড়িতে নির্মিত সেপটিক ট্যাংকটি অনেকদিন ধরেই বন্ধ ছিল। লিটন ও রাজিব নামে দুই শ্রমিক সেখানে কাজ করতে নামলে ভেতরে জমে থাকা গ্যাসের বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হয়। মৃত শ্রমিকদের মরদেহ এখনো হাসপাতালে আছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন