কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে ‘হাইড্রোলিক হর্ন’ প্রতিরোধে রাজনৈতিক নেতাদের ঐক্যমত

বরিশালে গাড়ির ‘হাইড্রোলিক হর্ন’ ব্যবহার প্রতিরোধে সচেতন করা হয়। ছবি : কালবেলা
বরিশালে গাড়ির ‘হাইড্রোলিক হর্ন’ ব্যবহার প্রতিরোধে সচেতন করা হয়। ছবি : কালবেলা

গাড়ির ‘হাইড্রোলিক হর্ন’ ব্যবহারে শব্দ দূষণ এবং নিরাপত্তার ঝুঁকি প্রতিরোধে বরিশালে এক নাগরিক কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতারা সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। পরে র‌্যালি করেন তারা।

শনিবার (১৩ জুলাই) নগরীর ‘ইউরো কনভেনশন সেন্টার’ থেকে শুরু হয়ে র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

র‍্যালিতে অংশগ্রহণ করেন- আ.লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, বিএনপি জেলা (দক্ষিণ) সদস্য সচিব আবুল কালাম শাহীন, জাতীয় পার্টির জেলা আহবায়ক একেএম মুরতজা আবেদীন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) পরিচালক জিয়াউর রহমান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার মোহাম্মদ আব্দুল লতিফ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উপ-পরিচালক দিপু হাফিজুর রহমানসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

এ সময় আয়োজক মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন চুন্নু, সিনিয়র যুগ্ম আহবায়ক একেএম মোস্তফা, সদস্য ফারজানা রোজিসহ বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ, ট্রাফিক বিভাগের কর্মকর্তা এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের অন্যান্য কর্মকর্তারা যোগ দেন এই কর্মসূচীতে। ইউএসএআইডির অর্থায়নে এসপিএল প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহায়তায় গঠিত মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম এই সচেতনতা কার্যক্রম পরিচালন করেন।

র‍্যালি পরবর্তী আলোচনায় বক্তারা হাইড্রোলিক হর্ণের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে আলোকপাত করেন। জনসাধারণের জন্য নিরাপত্তা ঝুঁকি নিয়েও আলোচনায় হয়। নিরপদ ও নির্মল পরিবেশ নিশ্চিতে হাইড্রোলিক হর্ন বিক্রি ও ব্যবহারকে নিরুৎসাহিত করার আহ্বান জানানো হয় র‍্যালি থেকে।

হাইড্রোলিক হর্নের স্বাস্থ্যগত ঝুঁকি বিষয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ড. বেলাল হোসেন জানান, অতিমাত্রার শব্দের কারণে মানসিক ও শারীরিক সমস্যাও হতে পারে। পাশাপাশি শব্দদূষণের কারণে মানুষ বধিরতায় আক্রান্ত হবেন।

এ ছাড়া ক্ষুধামন্দা, রক্তচাপ বেড়ে যাওয়া, কাজে মনোযোগী হতে না পারা, কানের মধ্যে ভোঁ ভোঁ করাসহ হৃদরোগের সমস্যাও হতে পারে। বিকট শব্দের কারণে শিশুরা অনেক বেশি ভয় পেয়ে মানসিক সমস্যায় পড়তে পারে বলে জানান এই চিকিৎসক।

বাংলাদেশে হাইড্রোলিক হর্ন আইনত নিষিদ্ধ হলেও কার্যকরভাবে এ নির্দেশনা কার্যকর না। হাইড্রোলিক হর্ণ শিশুদের গুরুতর স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী ৬০ ডলবির শব্দ অস্থায়ী বধিরতা ও ১০০ ডলবি শ্রবণ প্রতিবন্ধী করে দিতে পারে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা স্থানীয় দোকান ও গুরুত্ব প্রতিষ্ঠানে হাইড্রোলিক হর্নের নেতিবাচক প্রভাব সম্পর্কে তথ্যমূলক লিফলেট বিতরণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরুদ্দিন অপু মনোনয়ন পাওয়ায় দোয়া মাহফিল ও আনন্দ মিছিল

রাজধানীতে আজ কোথায় কী

খুলনার দুর্বৃত্তের গুলিতে নিহত ১

আজ সকাল থেকে ২২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ইরানে ইসরায়েলের হামলা নিয়ে নতুন দাবি ট্রাম্পের

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

আজ রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

৭ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

ইরান ইস্যুতে ট্রাম্পের নতুন পদক্ষেপ

জলবায়ু পরিবর্তন নিয়ে কঠোর হুঁশিয়ারি গুতেরেসের

১০

জুমার নামাজের পর হবে মারামারি, মাইকিং করলেন বড় ভাই

১১

শিক্ষকের গায়ে আগুন ধরিয়ে টাকা ছিনতাই

১২

ভারতের দুই সাবেক তারকা ক্রিকেটারের সম্পত্তি জব্দ

১৩

শান্তি আলোচনার মধ্যেই আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষ

১৪

জাহানারার অভিযোগের প্রেক্ষিতে বিসিবির তদন্ত কমিটি গঠন

১৫

ডি ককের সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে প্রোটিয়াদের দাপুটে জয়

১৬

এবার ঢাকার হয়ে বিপিএল মাতাবেন তাসকিন

১৭

নোট অব ডিসেন্টসহ ঐকমত্য হওয়া জুলাই সনদের আইনানুগ বাস্তবায়ন চায় বিএনপি

১৮

জাহানারার বিস্ফোরক অভিযোগে তদন্তে নামছে বিসিবি

১৯

ঐকমত্য কমিশনের ব্যয় সংক্রান্ত প্রতিবেদনের প্রতিবাদ

২০
X