কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে ‘হাইড্রোলিক হর্ন’ প্রতিরোধে রাজনৈতিক নেতাদের ঐক্যমত

বরিশালে গাড়ির ‘হাইড্রোলিক হর্ন’ ব্যবহার প্রতিরোধে সচেতন করা হয়। ছবি : কালবেলা
বরিশালে গাড়ির ‘হাইড্রোলিক হর্ন’ ব্যবহার প্রতিরোধে সচেতন করা হয়। ছবি : কালবেলা

গাড়ির ‘হাইড্রোলিক হর্ন’ ব্যবহারে শব্দ দূষণ এবং নিরাপত্তার ঝুঁকি প্রতিরোধে বরিশালে এক নাগরিক কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতারা সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। পরে র‌্যালি করেন তারা।

শনিবার (১৩ জুলাই) নগরীর ‘ইউরো কনভেনশন সেন্টার’ থেকে শুরু হয়ে র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

র‍্যালিতে অংশগ্রহণ করেন- আ.লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, বিএনপি জেলা (দক্ষিণ) সদস্য সচিব আবুল কালাম শাহীন, জাতীয় পার্টির জেলা আহবায়ক একেএম মুরতজা আবেদীন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) পরিচালক জিয়াউর রহমান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার মোহাম্মদ আব্দুল লতিফ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উপ-পরিচালক দিপু হাফিজুর রহমানসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

এ সময় আয়োজক মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন চুন্নু, সিনিয়র যুগ্ম আহবায়ক একেএম মোস্তফা, সদস্য ফারজানা রোজিসহ বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ, ট্রাফিক বিভাগের কর্মকর্তা এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের অন্যান্য কর্মকর্তারা যোগ দেন এই কর্মসূচীতে। ইউএসএআইডির অর্থায়নে এসপিএল প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহায়তায় গঠিত মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম এই সচেতনতা কার্যক্রম পরিচালন করেন।

র‍্যালি পরবর্তী আলোচনায় বক্তারা হাইড্রোলিক হর্ণের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে আলোকপাত করেন। জনসাধারণের জন্য নিরাপত্তা ঝুঁকি নিয়েও আলোচনায় হয়। নিরপদ ও নির্মল পরিবেশ নিশ্চিতে হাইড্রোলিক হর্ন বিক্রি ও ব্যবহারকে নিরুৎসাহিত করার আহ্বান জানানো হয় র‍্যালি থেকে।

হাইড্রোলিক হর্নের স্বাস্থ্যগত ঝুঁকি বিষয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ড. বেলাল হোসেন জানান, অতিমাত্রার শব্দের কারণে মানসিক ও শারীরিক সমস্যাও হতে পারে। পাশাপাশি শব্দদূষণের কারণে মানুষ বধিরতায় আক্রান্ত হবেন।

এ ছাড়া ক্ষুধামন্দা, রক্তচাপ বেড়ে যাওয়া, কাজে মনোযোগী হতে না পারা, কানের মধ্যে ভোঁ ভোঁ করাসহ হৃদরোগের সমস্যাও হতে পারে। বিকট শব্দের কারণে শিশুরা অনেক বেশি ভয় পেয়ে মানসিক সমস্যায় পড়তে পারে বলে জানান এই চিকিৎসক।

বাংলাদেশে হাইড্রোলিক হর্ন আইনত নিষিদ্ধ হলেও কার্যকরভাবে এ নির্দেশনা কার্যকর না। হাইড্রোলিক হর্ণ শিশুদের গুরুতর স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী ৬০ ডলবির শব্দ অস্থায়ী বধিরতা ও ১০০ ডলবি শ্রবণ প্রতিবন্ধী করে দিতে পারে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা স্থানীয় দোকান ও গুরুত্ব প্রতিষ্ঠানে হাইড্রোলিক হর্নের নেতিবাচক প্রভাব সম্পর্কে তথ্যমূলক লিফলেট বিতরণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ নেতাকে ধরতে গিয়ে আহত ৩ পুলিশ

ডাকসু নিয়ে জামায়াত নেতার অশালীন বক্তব্যে ঢাবির নিন্দা ও প্রতিবাদ

প্রতিবার ঘরের মেঝে মোছার পরও কীভাবে ধরে রাখবেন সুগন্ধ

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

সাদ্দামের মতো পরিণতি কোনো দলের কর্মীর না হোক : রুমিন ফারহানা

চানখাঁরপুল হত্যা মামলার রায় আজ

আজ থেকে রেকর্ড দামে বিক্রি হবে স্বর্ণ

জনগণই হবে ভোটের পাহারাদার : তারেক রহমান

মির্জা ফখরুলের জন্মদিন আজ

সাড়ে তিনশ মানুষ নিয়ে ফিলিপাইনে ফেরি ডুবি

১০

বাস–অটোরিকশা সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩

১১

ইথিওপিয়ায় এক প্রকল্পেই ১১ লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টি

১২

আজ টানা ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৩

হাসনাতকে সমর্থন দিয়ে ভোটের মাঠ ছাড়লেন আরেক প্রার্থী 

১৪

খালেদা জিয়ার সম্মানে ধানের শীষকে জনগণ বিজয়ী করবে : রহমাতুল্লাহ

১৫

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৬

যেসব কারণে অফিসে ব্যক্তিগত কথা বলবেন না

১৭

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

১৮

ধানের শীষকে বিজয়ী করে ষড়যন্ত্রকারীদের জবাব দেব : নজরুল ইসলাম

১৯

সফল দিনের শুরু করতে যেসব কাজ করবেন না

২০
X