ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে এলাকাবাসী

ভেঙে যাওয়া সেতু। ছবি : কালবেলা
ভেঙে যাওয়া সেতু। ছবি : কালবেলা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নে কাঁচামাটিয়া নদীর ওপর নির্মিত সেতুর পাটাতন ভেঙে যাওয়ায় চার ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শুক্রবার (১২ জুলাই) সেতুর প্রায় ৩০ ফুট পাটাতন ভেঙে নদীতে পড়ে যায়। এতে পাশের সোহাগী, জাটিয়া, ঈশ্বরগঞ্জ ও সরিষা ইউনিয়নের সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। শুক্রবার যাত্রীবাহী একটি অটোরিকশা সেতুর পাটাতনের প্রায় এক ফুট যেতেই বিকট শব্দ হয়। অল্পের জন্য অটোরিকশাসহ যাত্রীরা রক্ষা পান। এ সময় ভাঙা সেতুটি দেখতে আশপাশের কয়েকশ লোক ভিড় জমান।

স্থানীয়রা আরও জানান, এ গুরুত্বপূর্ণ সেতুটি দিয়ে চারটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। এ ছাড়া সোহাগি ইউনিয়ন উচ্চবিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ, বেসরকারি স্কুল, সরকারি প্রাইমারি স্কুল, মাদ্রাসা, কিন্ডারগার্টেনসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানও রয়েছে। যেখানে প্রতিদিন ছাত্র-ছাত্রীদের যোগাযোগের একমাত্র মাধ্যম এ সেতুটি। সেতুটি দিয়ে কৃষিপণ্য, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আনা-নেওয়া এবং সাধারণ মানুষের যাতায়াতে করতে প্রতিদিন শতাধিক অটোভ্যান, অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে থাকে।

স্থানীয় মেম্বার শাহীন মিয়া বলেন, সেতুটি এলাকার মানুষদের ও কোমলমতি শিক্ষার্থীদের যোগাযোগের একমাত্র মাধ্যম। সেতুটি ভেঙে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে আসা-যাওয়া বন্ধ হয়ে গেছে। তাই যত দ্রুত সম্ভব সেতুটি মেরামত করা উচিত।

উপজেলা প্রকৌশলী আয়শা আক্তার বলেন, গতকাল বিকেলে সেতুটি ভেঙে যাওয়ার সংবাদ পেয়েছি। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হবে। যতদ্রুত সম্ভব সেতুটি চলাচলের উপযোগী করে দেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিনা সাত্তার বলেন, সেতু ভেঙে যাওয়ার বিষয়টি জানতে পেরে এটি নিয়ে কাজ করছি। দ্রুত চলাচলের ভোগান্তি দূর করতে জরুরিভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরুদ্দিন অপুর ধানের শীষের সমর্থনে এক হলেন শরীয়তপুর ৩ আসনের সব দল

ডাকসু সদস্য সর্বমিত্র চাকমাকে শোকজ

আশি বছর বয়সি তুতা মিয়ার জীবন কাটে রিকশার প্যাডেলে

নির্বাচনী প্রতিশ্রুতি নয়, জনগণের প্রতি দায়বদ্ধতা : রবিন

বিএনপি নেতা আনম সাইফুলের মা জাহানারা বেগম আর নেই

ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না আমিরাত

সবার জন্য ন্যায়বিচার ও কর্মসংস্থানের বাংলাদেশ গড়া হবে : জামায়াত আমির

যে কোনো সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তি সই : জেলেনস্কি

ইরান ইস্যুতে ইরাক থেকে হুমকি পেল যুক্তরাষ্ট্র

বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি

১০

স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরিতে বাড়ল ৫ হাজার

১১

অভিনয় ছেড়ে দুবাইয়ে ব্যবসায় মজেছেন অভিনেত্রী

১২

জামিন পেলেও এখনই মুক্তি মিলছে না সাদ্দামের

১৩

নারী নির্মাতাদের চলচ্চিত্র নির্মাণ কর্মশালার দ্বিতীয় আসর সম্পন্ন 

১৪

‘ইয়ামাল অন্য গ্রহের খেলোয়াড়’

১৫

ছাদখোলা বাসে রাজশাহী ওয়ারিয়র্সকে বরণ, উৎসবে মাতল পুরো নগরী

১৬

নন-ক্যাডার শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

১৭

একুশে বইমেলা ২০২৬ / প্রকাশকদের অনুরোধে স্টল ভাড়া কমল যত

১৮

গাজায় শেষ বন্দির মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলের

১৯

জামায়াত নেতার ছেলেকে রিভলবার ঠেকিয়ে বাড়িতে লুট

২০
X