ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নে কাঁচামাটিয়া নদীর ওপর নির্মিত সেতুর পাটাতন ভেঙে যাওয়ায় চার ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
শুক্রবার (১২ জুলাই) সেতুর প্রায় ৩০ ফুট পাটাতন ভেঙে নদীতে পড়ে যায়। এতে পাশের সোহাগী, জাটিয়া, ঈশ্বরগঞ্জ ও সরিষা ইউনিয়নের সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। শুক্রবার যাত্রীবাহী একটি অটোরিকশা সেতুর পাটাতনের প্রায় এক ফুট যেতেই বিকট শব্দ হয়। অল্পের জন্য অটোরিকশাসহ যাত্রীরা রক্ষা পান। এ সময় ভাঙা সেতুটি দেখতে আশপাশের কয়েকশ লোক ভিড় জমান।
স্থানীয়রা আরও জানান, এ গুরুত্বপূর্ণ সেতুটি দিয়ে চারটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। এ ছাড়া সোহাগি ইউনিয়ন উচ্চবিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ, বেসরকারি স্কুল, সরকারি প্রাইমারি স্কুল, মাদ্রাসা, কিন্ডারগার্টেনসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানও রয়েছে। যেখানে প্রতিদিন ছাত্র-ছাত্রীদের যোগাযোগের একমাত্র মাধ্যম এ সেতুটি। সেতুটি দিয়ে কৃষিপণ্য, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আনা-নেওয়া এবং সাধারণ মানুষের যাতায়াতে করতে প্রতিদিন শতাধিক অটোভ্যান, অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে থাকে।
স্থানীয় মেম্বার শাহীন মিয়া বলেন, সেতুটি এলাকার মানুষদের ও কোমলমতি শিক্ষার্থীদের যোগাযোগের একমাত্র মাধ্যম। সেতুটি ভেঙে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে আসা-যাওয়া বন্ধ হয়ে গেছে। তাই যত দ্রুত সম্ভব সেতুটি মেরামত করা উচিত।
উপজেলা প্রকৌশলী আয়শা আক্তার বলেন, গতকাল বিকেলে সেতুটি ভেঙে যাওয়ার সংবাদ পেয়েছি। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হবে। যতদ্রুত সম্ভব সেতুটি চলাচলের উপযোগী করে দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিনা সাত্তার বলেন, সেতু ভেঙে যাওয়ার বিষয়টি জানতে পেরে এটি নিয়ে কাজ করছি। দ্রুত চলাচলের ভোগান্তি দূর করতে জরুরিভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন