সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী দুই বোটের সংঘর্ষে স্বপ্ন নামের একটি হাউজবোট ডুবে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বুধবার (২৬ জুলাই) সকালে টাঙ্গুয়ার হাওর এলাকায় পর্যটকবাহী হাউজবোট জলযাত্রার সঙ্গে স্বপ্ন হাউজবোটের সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্বপ্ন নামের হাউজবোটটি নিয়ন্ত্রণ হারালে জলযাত্রার সঙ্গে সংঘর্ষ হয়। স্বপ্ন’র তলা ফেটে পানিতে তলিয়ে যায়। জলযাত্রা ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মাঝি জানে আলম জানু ও লিপসন মিয়া জানান, স্বপ্ন হাউজবোট তাদের সামনে চলে আসে। এ সময় তাদের হাউজবোটের মেশিনের পাশে গিয়ার নিয়ন্ত্রণের লোক ছিল না, যে কারণে এ দুর্ঘটনা ঘটে।
জলযাত্রা হাউজবোটের মালিক জুবায়ের আহমেদ বলেন, আমাদের হাউজবোটটি আকারে বড় ও শক্ত হওয়ায় তেমন ক্ষতি হয়নি।
মন্তব্য করুন