ভোলা প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ভোলায় ছাত্রলীগের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীদের কোটাবিরোধী বিক্ষোভ

কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছে ভোলার সাধারণ শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছে ভোলার সাধারণ শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

সারা দেশের ন্যায় কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ভোলায় সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগের বাধার মুখে আঞ্চলিক মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় শিক্ষার্থীদের মারধর করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে পরানগঞ্জ ভোলা নাজিউর রহমান কলেজের সামনে ভোলা-ইলিশা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করে তারা।

এদিকে, মঙ্গলবার দুপুর ২টায় ভোলা সরকারি কলেজের সাধারণ ছাত্রছাত্রী ও বিভিন্ন ছাত্র সংগঠন কোটাবিরোধী আন্দোলনের ডাক দেয়। কিন্তু ভোলায় কোটা সংস্কার আন্দোলন পরিস্থিতি ঠেকাতে ২টার পূর্বেই ছাত্র লীগের নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে ও কলেজে অবস্থান নিলে কোটাবিরোধী আন্দোলন কর্মসূচি পালন করতে পারেনি আহ্বানকারীরা। তবে দুপুর ২টার দিকে কিছু ছাত্রছাত্রী ভোলা প্রেস ক্লাবের সামনে অবস্থান নিলে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দিলে অবস্থানকারীরা চলে যায়। পরে আন্দোলনকারীরা ভোলা সরকারি ফজিলাতুন্নেছা মহিলা কলেজের সামনে কর্মসূচি পালন করতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়।

কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থী মো. আকবর হোসেন অভিযোগ করে বলেন, দুপুর ২টায় ভোলা কলেজে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল কিন্তু কলেজে ছাত্রলীগের অবস্থানের কারণে আমরা কর্মসূচি পালন করতে পারিনি। তবে ভোলা সরকারি ফজিলাতুন্নেছা মহিলা কলেজের সামনে কর্মসূচি পালন করতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ধাওয়া করে। এ সময় কয়েকজন ছাত্রকে মারধর করার অভিযোগ করেন তারা।

এ বিষয়ে ভোলা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেল জানান, কোনো কর্মসূচিতে হামলা করা বা কাউকে মারধর করা হয়নি। ভোলা কলেজে সাধারণ শিক্ষার্থীদের পরীক্ষা চলছিলো এবং একই সঙ্গে নবীন শিক্ষার্থীদের ভর্তির কারনে কলেজের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা কলেজে অবস্থান করি। তা ছাড়া এ পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ যে কোনো যৌক্তিক আন্দোলনে সব সময় পাশে থাকে। কিন্তু আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টিকরা করা হলে তা প্রতিহত করা হবে। সাধারণ মানুষের জানমাল রক্ষায় ছাত্রলীগ সচেষ্ট রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটাবিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন না হওয়ার আর কোনো সংশয় নেই : মো. আসাদুজ্জামান

সড়কে প্রাণ গেল যুবদল নেতার

টিকটকের সঙ্গে এক বছরের চুক্তি বাফুফের

দেশের ইতিহাসে স্বর্ণের দামে ফের রেকর্ড, বাড়ল কত?

ভারতের নো-হ্যান্ডশেক নীতিতে পাল্টা অবস্থান পাকিস্তানের

পবিত্র কোরআনের বাণী স্মরণ করে আল্লাহর নির্দেশনা প্রার্থনা এনসিপি নেত্রীর

রোনালদো-মেসি এক দলে? গুজব নাকি বাস্তবতা

এনসিপি-জামায়াত জোট : রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন মাহফুজ আলম

হিরো আলম যোগ দিলেন আমজনতার দলে

সিরিয়ায় বিক্ষোভ ঘিরে সহিংস সংঘর্ষ, নিহত একাধিক

১০

রাউজানে চূড়ান্ত প্রার্থী গোলাম আকবর খোন্দকার

১১

ভারতের অধিনায়ক হলে টিকতেন না স্টোকস!

১২

হাসনাত আব্দুল্লাহকে চেনেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান

১৩

দুই দিনে শেষ হওয়া অ্যাশেজ টেস্টে হতবাক এমসিজি কিউরেটর

১৪

জোটে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন নাহিদ

১৫

দুই আসনের মনোনয়পত্রে স্বাক্ষর করলেন তারেক রহমান

১৬

হেলমেট পরে এসে গুলি, এবার যুবদল নেতার মৃত্যু

১৭

চট্টগ্রাম-৬ আসনে বিএনপির চূড়ান্ত টিকিট পেলেন যিনি

১৮

বাড়ির সীমানা নিয়ে বিরোধ, ভাইয়ের হাতে ভাই খুন

১৯

বরিশাল-ঢাকাসহ অভ্যন্তরীণ সব রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা

২০
X