ভোলা প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ভোলায় ছাত্রলীগের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীদের কোটাবিরোধী বিক্ষোভ

কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছে ভোলার সাধারণ শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছে ভোলার সাধারণ শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

সারা দেশের ন্যায় কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ভোলায় সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগের বাধার মুখে আঞ্চলিক মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় শিক্ষার্থীদের মারধর করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে পরানগঞ্জ ভোলা নাজিউর রহমান কলেজের সামনে ভোলা-ইলিশা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করে তারা।

এদিকে, মঙ্গলবার দুপুর ২টায় ভোলা সরকারি কলেজের সাধারণ ছাত্রছাত্রী ও বিভিন্ন ছাত্র সংগঠন কোটাবিরোধী আন্দোলনের ডাক দেয়। কিন্তু ভোলায় কোটা সংস্কার আন্দোলন পরিস্থিতি ঠেকাতে ২টার পূর্বেই ছাত্র লীগের নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে ও কলেজে অবস্থান নিলে কোটাবিরোধী আন্দোলন কর্মসূচি পালন করতে পারেনি আহ্বানকারীরা। তবে দুপুর ২টার দিকে কিছু ছাত্রছাত্রী ভোলা প্রেস ক্লাবের সামনে অবস্থান নিলে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দিলে অবস্থানকারীরা চলে যায়। পরে আন্দোলনকারীরা ভোলা সরকারি ফজিলাতুন্নেছা মহিলা কলেজের সামনে কর্মসূচি পালন করতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়।

কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থী মো. আকবর হোসেন অভিযোগ করে বলেন, দুপুর ২টায় ভোলা কলেজে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল কিন্তু কলেজে ছাত্রলীগের অবস্থানের কারণে আমরা কর্মসূচি পালন করতে পারিনি। তবে ভোলা সরকারি ফজিলাতুন্নেছা মহিলা কলেজের সামনে কর্মসূচি পালন করতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ধাওয়া করে। এ সময় কয়েকজন ছাত্রকে মারধর করার অভিযোগ করেন তারা।

এ বিষয়ে ভোলা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেল জানান, কোনো কর্মসূচিতে হামলা করা বা কাউকে মারধর করা হয়নি। ভোলা কলেজে সাধারণ শিক্ষার্থীদের পরীক্ষা চলছিলো এবং একই সঙ্গে নবীন শিক্ষার্থীদের ভর্তির কারনে কলেজের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা কলেজে অবস্থান করি। তা ছাড়া এ পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ যে কোনো যৌক্তিক আন্দোলনে সব সময় পাশে থাকে। কিন্তু আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টিকরা করা হলে তা প্রতিহত করা হবে। সাধারণ মানুষের জানমাল রক্ষায় ছাত্রলীগ সচেষ্ট রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটাবিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নুরুদ্দিন অপুর ধানের শীষের সমর্থনে এক হলেন শরীয়তপুর ৩ আসনের সব দল

ডাকসু সদস্য সর্বমিত্র চাকমাকে শোকজ

আশি বছর বয়সী তুতা মিয়ার জীবন কাটে রিকশার প্যাডেলে

নির্বাচনী প্রতিশ্রুতি নয়, জনগণের প্রতি দায়বদ্ধতা : রবিন

বিএনপি নেতা আনম সাইফুলের মা জাহানারা বেগম আর নেই

ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না আমিরাত

সবার জন্য ন্যায়বিচার ও কর্মসংস্থানের বাংলাদেশ গড়া হবে : জামায়াত আমির

যে কোনো সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তি সই : জেলেনস্কি

ইরান ইস্যুতে ইরাক থেকে হুমকি পেল যুক্তরাষ্ট্র

১০

বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি

১১

স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরিতে বাড়ল ৫ হাজার

১২

অভিনয় ছেড়ে দুবাইয়ে ব্যবসায় মজেছেন অভিনেত্রী

১৩

জামিন পেলেও এখনই মুক্তি মিলছে না সাদ্দামের

১৪

নারী নির্মাতাদের চলচ্চিত্র নির্মাণ কর্মশালার দ্বিতীয় আসর সম্পন্ন 

১৫

‘ইয়ামাল অন্য গ্রহের খেলোয়াড়’

১৬

ছাদখোলা বাসে রাজশাহী ওয়ারিয়র্সকে বরণ, উৎসবে মাতল পুরো নগরী

১৭

নন-ক্যাডার শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

১৮

একুশে বইমেলা ২০২৬ / প্রকাশকদের অনুরোধে স্টল ভাড়া কমল যত

১৯

গাজায় শেষ বন্দির মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলের

২০
X