টেকসই উন্নয়ন ও আত্মসামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীর কিশোরগঞ্জে ব্র্যাক আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির আওতায় বিভিন্ন এন্টারপ্রাইজের অতিদরিদ্র ৩১৫ সদস্যদের মাঝে গরু, ছাগল, ভেড়া ও ক্ষুদ্র ব্যবসার মালামাল বিতরণ করা হয়।
গত বুধবার সকালে ব্র্যাক উপজেলা অফিসে এই সহায়তা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই-আলম সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপিজি কর্মসূচির জোনাল ম্যানেজার আব্দুর রহিম, আঞ্চলিক ব্যবস্থাপক শফিকুল ইসলাম, ব্রাকের নীলফামারী জেলা প্রতিনিধি আকতারুল ইসলাম, এরিয়া ম্যানেজার মোতালেব হোসেন, ইউপিজি কর্মসুচীর শাখা ব্যাবস্থাপক সাজেদুর রহমান, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অফিসার মোখলেছুর রহমান সহ অনান্য।
মন্তব্য করুন