কুমিল্লার মনোহরগঞ্জ কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো.ইয়াসিনকে (৩০) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বধুবার (২৪ জুলাই) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিস নাসরিন খিলা ইউনিয়ন বান্দুয়াইন গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ থানার এসআই জুলহাস উদ্দিন, অফিস সহকারী, মীর হোসেন, মো. রাকিবসহ আরও অনেকে।
সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিস নাসরিন জানান, আমি যোগদান করার পরে মনোহরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকারী কয়েকজনকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করেছি। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন