টাঙ্গাইলে নাশকতার ১০টি মামলায় ১৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো. গোলাম সবুর।
জানা যায়, কোটা সংস্কার আন্দোলনের নামে জেলার বিভিন্ন জায়গায় নাশকতা করে দুষ্কৃতিকারীরা। এতে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ৫টি থানায় ১০টি মামলা করা হয়েছে। এসব মামলায় ৩৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২ হাজার ৪৫০ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুলাই) এসব মামলায় প্রায় ১৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে চলমান কারফিউ এদিন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল রাখার ঘোষণা দেন জেলা প্রশাসক।
টাঙ্গাইল জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম জানান, গত কয়েক দিনের তুলনায় শহরের বিভিন্ন পয়েন্টে জনসমাগম বেড়ে যায়। এতে করে বিভিন্ন স্থানে সেনাবাহিনী, বিজিবি, র্যাব এবং পুলিশসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল কার্যক্রম পরিচালনা করছে।
তিনি জানান, জেলাবাসীর সুবিধা ও সার্বিক বিষয় পর্যালোচনা করার জন্য দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল রাখা হয়।
মন্তব্য করুন