রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহী থেকে সীমিত পরিসরে চলছে ঢাকাগামী বাস

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

রাজশাহী বিভাগের ৮ জেলা থেকে সীমিত পরিসরে চলছে ঢাকাগামী যাত্রীবাহী বাস। বুধবার (২৪ জুলাই) সকাল থেকে বাসগুলো নিদিষ্ট গন্তব্যে ছেড়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট জেলার সড়ক পরিবহন গ্রুপ ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা।

সরেজমিনে রাজশাহী শিরোইল বাস টার্মিনাল এলাকার ঢাকাগামী বিভিন্ন কাউন্টারে গিয়ে দেখা গেছে, ঢাকার যাওয়ার উদ্দেশ্যে যাত্রীরা কাউন্টারে অপেক্ষা করছেন। ন্যাশনাল ট্রাভেলস কাউন্টারে ঢাকাগামী বাসের জন্য অপেক্ষা করছেন আরমান আলী নামের এক যাত্রী। তিনি বলেন, জরুরি কাজে ঢাকায় যেতেই হবে। এজন্য বিকেল ৫টার টিকেট কেটেছি।

ন্যাশনাল ট্রাভেলস রাজশাহীর বিনোদপুর কাউন্টারের ম্যানেজার সাইদুর রহমান বলেন, ‘বুধবার সকাল ১০টার পর থেকে ন্যাশনাল ট্রাভেলসের ৫টি বাস ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ছেড়ে গেছে। রাত ১০টায় আরও একটি বাস নির্দিষ্ট গন্তব্যে রওনা দিয়েছে।’ এভাবে প্রায় সকল ঢাকাগামী বাস রাজশাহী থেকে কমবেশি ছেড়ে গেছে।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মো. মতিউল হক টিটো বলেন, আনুষ্ঠানিকভাবে ঢাকাগামী যাত্রাবাহী কোনো বাস রাজশাহী থেকে ছেড়ে যায়নি। তবে ব্যক্তিগতভাবে বুধবার সকাল থেকে বেশ কিছু গাড়ি ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ছেড়ে গেছে। এছাড়া আন্তঃজেলার বাসগুলো কারফিউ শিথিল থাকাকালীন চলাচল করছে।’

সিরাজগঞ্জ বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম বলেন, ‘বুধবার বেলা ১১টা থেকে সিরাজগঞ্জ থেকে দূরপাল্লার (ঢাকা) ও আন্তঃজেলার বাসগুলো স্বাভাবিকভাবে চলাচল শুরু করেছে।’ তবে যাত্রী সংখ্যা একটু কম বলে জানান তিনি।

বগুড়া জেলা বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি তৌফিক হাসান ময়না বলেন, বুধবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকার সময় শুধু আন্তঃজেলা বাস চলাচল করছে। তবে ঢাকাগামী কোন বাস বগুড়া থেকে চলছে না। তবে এককভাবে কেউ ঝুঁকি নিয়ে ঢাকাগামী বাস চালালেও চালাতে পারে।’

জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বুধবার সকাল থেকে জয়পুরহাট থেকে ঢাকাগামী বাস চলাচল শুরু করেছে। তবে যাত্রী সংখ্যা কম থাকায় সীমিত পরিসরে এসব বাস চলছে। তবে কারফিউ শিথিল থাকার সময়ে আন্তঃজেলার বাস নিয়মিত চলছে।’

নওগাঁ জেলা বাস সমিতির সহসভাপতি ও সড়ক পরিবহন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মো. শফিকুল আলম বলেন, ‘সড়ক পরিবহন কেন্দ্রীয় কমিটি থেকে গত মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যায় ফোন করে মৌখিকভাবে ঢাকাগামী বাস চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই আলোকে বুধবার সকাল ১০টা থেকে সীমিত পরিসরে ঢাকাগামী বাস নওগাঁ ছেড়ে গেছে।’

চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান শামীম বলেন, ‘জেলা বাস মালিক সমিতির তদারকির বাইরে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী কিছু বাস ছেড়ে গেছে। গত মঙ্গলবার রাতে তিনটি বাস এবং সকাল থেকে বেশ কয়েকটি ঢাকাগামী বাস চাঁপাইনাবগঞ্জ ছেড়ে গেছে। যেসব বাস ছেড়ে গেছে তারা নিজ দায়িত্বেই গেছে।’

নাটোর জেলা বাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার বলেন, ‘বুধবার সকাল থেকে ঢাকাগামী ও আন্তঃজেলার বাস অন্য সময়ের মতই স্বাভাবিকভাবেই নাটোর থেকে চলাচল শুরু করেছে।’

পাবনা সি-লাইন বাস কাউন্টারের ম্যানেজার আমিনুল ইসলাম বলেন, ‘কারফিউ শিথিল থাকার সময়টাতে আমরা ঢাকাগামী বাস পাবনা থেকে চালাচ্ছি। আমাদের সি-লাইন বাসের মত ঢাকাগামী অন্য কোচগুলোর গাড়িও সীমিত আকারে চলাচল করছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০০ রিকশাচালককে নিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন

সবুজের টার্গেট ওমান প্রবাসীদের লাশ

খাঁচায় ফেরানো হলো মিরপুর চিড়িয়াখানার সিংহটিকে

৮ দলের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই : জামায়াত আমির

তপশিল-নির্বাচন নিয়ে ইসির সতর্কবার্তা

জামায়াত রাজাকার সৃষ্টি করেছে : কাজী আলাউদ্দিন

ভারত চাইলে নিরবচ্ছিন্ন তেল সরবরাহে প্রস্তুত রাশিয়া : পুতিন

মোবাইলে ফুটবল বিশ্বকাপের ড্র দেখবেন যেভাবে

মিরপুর চিড়িয়াখানায় যেভাবে খাঁচা থেকে বের হয় সিংহটি

ডাকাতিকালে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১০

ত্রুটিপূর্ণ ভবন নির্মাণে রাজউকের দায় আছে : চেয়ারম্যান

১১

ফান্ড পেলে বন্ধ চিনিকল চালু করা হবে : শিল্প উপদেষ্টা 

১২

৮ গোলের ম্যাচে ৭ গোল হজম আর্জেন্টিনার

১৩

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাসদাইর কবরস্থান মসজিদে দোয়ার আয়োজন

১৪

৬১ হাজার টন গম নিয়ে যুক্তরাষ্ট্রের জাহাজ ভিড়ল চট্টগ্রামে 

১৫

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ১০ শিক্ষার্থীসহ দগ্ধ ১৯

১৬

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে পালাল সিংহ

১৭

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ১২ দলীয় জোট

১৮

ফুটবল বিশ্বকাপের টিকিট পেল ৪২ দল, বাকি আরও ছয়

১৯

বাথরুমে পড়ে ছিল নারী প্রভাষকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

২০
X