মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামে আগুনে পুড়েছে এক কৃষকের বাড়িঘর ও গবাদিপশু। আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়েছেন কৃষক আরমান আলী (৬৫)।
বৃহস্পতিবার (২৫ জুলাই) রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গোয়ালঘরের মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস।
জানা গেছে, প্রতিদিনের মতো কৃষক আরমান আলীর বাড়ির গোয়ালঘরে মশার কয়েল জ্বালানো ছিল। রাত ২টার দিকে ওই আগুন থেকে প্রথমে গোয়ালঘরে এবং পরে সারা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে কৃষক আরমান আলীর হাত ও পা দগ্ধ হয়। একই সঙ্গে একটি গরুর বাছুর ও একটি ছাগল দগ্ধ হয়ে মারা যায়। দগ্ধ হয়ে আরও একটি বড় গরু ও কয়েকটি ছাগল পড়েছে মৃত্যুর মুখে। আগুনে কৃষকের বাড়ির কিছু অংশ, রান্নাঘর ও গোয়ালঘর ভস্মীভূত হয়েছে। স্থানীয়রা আরমান আলীকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
খবর পেয়ে রাতেই বামন্দী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনে ওই কৃষকের চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ভুক্তভোগীর পরিবার।
মন্তব্য করুন