ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাটিবাহী ট্রাক্টর চাপায় ইমরুল হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুলাই) সকালে কসবা-সৈয়দাবাদ সড়কের পৌর শহরের কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইমরুল পৌর শহরের আড়াইবাড়ী গ্রামের বাসিন্দা ইমতিয়াজ হোসেনের একমাত্র ছেলে। লাশ উদ্ধার করেছে এবং ট্রাক্টরটিকেও জব্দ করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১০টার দিকে সাইকেল চালিয়ে এসে পৌর শহরের কদমতলী মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিলো। সৈয়দাবাদের দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা মাটিবাহী একটি ট্রাক্টর শিশু ইমরুলকে চাপা দেয়। ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ইমরুলের মাথায় থেতলে গিয়ে মস্তিষ্ক বেরিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় শিশু ইমরুল।
স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু ইমরুলদের পরিবার কসবার আড়াইবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো। তাদের বাড়ি পার্শ্ববর্তী বন্ধু ব্রাহ্মণপাড়া উপজেলার বাড়ানী গ্রামে। ইমরুলের বাবা একজন অটোরিকশা চালক। ইমরুল পৌর শহরের আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
কসবা থানার ওসি রাজু আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক্টর চাপায় নিহত শিশু ইমরুলের লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন