সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

এক দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ ৩ শ্রমিকের

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর পশ্চিম তীরে নৌকাডুবিতে নিখোঁজ তিন শ্রমিকের স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত
গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর পশ্চিম তীরে নৌকাডুবিতে নিখোঁজ তিন শ্রমিকের স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর পশ্চিম তীরের ভাঙন রোধে ব্লক ফেলার কাজে নিয়োজিত তিন শ্রমিক এক দিনেও উদ্ধার হয়নি। তবে রোববার (২৮ জুলাই) ডুবে যাওয়া নৌকা উদ্ধার করেছে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার (২৭ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাবুর বাজার সংলগ্ন তিস্তা নদীতে এ নৌকা ডুবির ঘটনা ঘটে।

নিখোঁজ তিন শ্রমিকের মধ্যে একজনের নাম জানা যায়নি। অন্য দুই শ্রমিক হলেন গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের বাগুরিয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে আতোয়ার হোসেন (৪০) এবং একই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে রাজু মিয়া (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার শ্রীপুর ইউনিয়নের তিস্তা নদীর ডান তীরের ভাঙন রোধে ব্লকের কাজ বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। প্রতিদিনের মতো শনিবার দুপুরে একটি নৌকাতে ৫০০ পিস ব্লক ভর্তি করে নদীতে তা ফেলার কাজ করছিলেন ২৮ শ্রমিক। হঠাৎ ভারসাম্য হারিয়ে নদীতে ডুবে যায় নৌকাটি। পরে নৌকার মাঝিসহ ২৫ শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও উঠতে পারেননি তিন শ্রমিক।

জানা যায়, তীরে আসা শ্রমিকদের মধ্যে আহত হন আটজন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। স্থানীয়রা তাৎক্ষণিক নিখোঁজ তিন শ্রমিককে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু শনিবার রাত ৮টা পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি।

দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে রংপুর ফায়ার সার্ভিস ডুবুরি দলের প্রধান কামরুজ্জামান সেলিম কালবেলাকে বলেন, ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করেছি। তবে দুপুর পৌনে ১টা পর্যন্ত নিখোঁজ তিন শ্রমিকের সন্ধান পাওয়া যায়নি। তাদের সন্ধানে এখনো কাজ করছে ডুবুরি দল।

সুন্দরগঞ্জ থানার ওসি মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, নিখোঁজ তিন শ্রমিককে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) মো. জাহিদ হাসান সিদ্দিকি ও সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করায় ছাত্রশিবিরের নিন্দা

শিক্ষকদের আন্দোলন নিয়ে ইউনিভার্সিটি টিচার্স লিংকের বিবৃতি

কক্সবাজার আদালতে বিচারকের মোবাইল-মানিব্যাগ চুরি

পাঠ্যপুস্তক ছাপার দায়িত্ব হস্তান্তর ‘মাথাব্যথায় মাথা কাটার মতো সিদ্ধান্ত’ : টিআইবি

বিশ্বকাপে ইতিহাস গড়ে ভারতকে হারাল অস্ট্রেলিয়া

মৌসুমি বায়ুসহ আগামী ৪ দিনের আবহাওয়ার পূর্বাভাস

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

এবার উপদেষ্টাদের নিয়ে মুখ খুললেন সামান্তা শারমিন

ঢাকায় আসছেন জাকির নায়েক

ছক্কা মেরে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা!

১০

উপদেষ্টা রিজওয়ানাকে এনসিপি নেতার হুঁশিয়ারি

১১

একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : কফিল উদ্দিন 

১২

চাকসু নির্বাচনে নতুন প্রত্যয়ে ছাত্রদল

১৩

বন্দর ব্যবসায়ী নেতারা / মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দর বন্ধের ষড়যন্ত্রের অংশ

১৪

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ৬ হাজারের বেশি মতামত পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

১৫

জুলাইয়ের গাদ্দারদের সব রেকর্ড প্রকাশ করা হবে : মুনতাসির

১৬

যে ছয় ফিলিস্তিনি বন্দিকে ছাড়তে রাজি নয় ইসরায়েল

১৭

ময়মনসিংহে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

১৮

ধানের শীষের বিজয় মানেই জনগণের মুক্তি : গয়েশ্বর চন্দ্র রায়

১৯

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

২০
X