শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক। তার আমলে দেশে রেকর্ড পরিমাণ উন্নয়ন হয়েছে। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি, কৃষি, অর্থনীতি, রেমিট্যান্স, বিদ্যুৎ, বৈদেশিক সম্পর্কের উন্নয়নসহ প্রতিটি ক্ষেত্রেই দেশবাসীকে যুগান্তকারী সাফল্য এনে দিয়েছে। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি এবং গণতন্ত্র বিকাশে শেখ হাসিনার অবদান অপরিসীম।
মঙ্গলবার (৩০ জুলাই) শরীয়তপুরের নড়িয়া উপজেলা ও সখীপুর থানার ৫০ জনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐচ্ছিক তহবিল থেকে ২৪ লাখ ৪০ হাজার টাকা প্রদানকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বারবার শেখ হাসিনার জীবনের ওপর ঝুঁকি এসেছে। অন্তত ১৯ বার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। জীবনের ঝুঁকি নিয়েও তিনি অসীম সাহসে তার লক্ষ্য অর্জনে থেকেছেন অবিচল। তার হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের অর্থনীতি আজ চাঙা হয়েছে। বাংলাদেশ বিশ্বের কাছে আজ রোল মডেল। কোনো দেশের প্রধানমন্ত্রী সৎ ও আন্তরিক থাকলে যে দেশের উন্নয়ন হয় তার প্রমাণ শেখ হাসিনা।
এ সময় উপস্থিত ছিলেন- ভেদরগঞ্জ ইউএনও মো. রাজিবুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এম এ কাইয়ুম পাইক, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সখীপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি আলী আকবর পাইক, আতিকুর রহমান মানিক সরকার প্রমুখ।
মন্তব্য করুন