বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩১ আশ্বিন ১৪৩২
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তিযোদ্ধার ভাতায় চলছে বঙ্গবন্ধু আদর্শ পাঠশালা

বঙ্গবন্ধু আদর্শ পাঠশালা, ভালুকা; ময়মনসিংহ। ছবি : কালবেলা
বঙ্গবন্ধু আদর্শ পাঠশালা, ভালুকা; ময়মনসিংহ। ছবি : কালবেলা

ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের নজুয়ারকান্দা এলাকায় দুই থেকে তিন কিলোমিটারের মধ্যে নেই কোনো শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে এলাকার শিশুরা পড়াশোনা থেকে বঞ্চিত হতো। মুজিব শতবর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা রেখে ২০১৯ সালে দিনক্ষণ গণনা শুরু হলো। জাতির পিতার স্মৃতি ধরে রাখতে গরিব ও দুস্থ শিশুদের লেখাপড়া এবং এলাকায় জ্ঞানের আলো ছড়াতে ‘বঙ্গবন্ধু আদর্শ পাঠশালা’ নামে ২০২০ সালে স্কুলটি প্রতিষ্ঠাতা করেন মরহুম বীর মুক্তিযোদ্ধা আবদুল বারী মাস্টার।

তিনি গফরগাঁও রসুলপুর স্কুলের শরীরচর্চার শিক্ষক ছিলেন। শিক্ষকতা পেশায় জীবনের অর্ধেক সময় পার করছেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আদর্শিত হয়ে তিনি বিদ্যালয়টির নাম রেখেছেন ‘বঙ্গবন্ধু আদর্শ পাঠশালা’। আবদুল বারী মাস্টার ২০২৩ সালে মৃত্যুবরণ করেন। তারপর থেকে তার ছেলে স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষক বোরহান উদ্দিন স্কুলটি দেখাশোনা করছেন। স্কুলটির আশপাশে মুসলিম ও সনাতন ধর্মের প্রায় ১০০ থেকে ১৫০ পরিবারের বসবাস। বর্তমানে স্কুলে শতাধিক ছাত্রছাত্রী পড়াশোনা করছে।

বঙ্গবন্ধু আদর্শ পাঠশালা স্কুলের শিক্ষক সেতু রানী জানান, আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু মুক্তিযোদ্ধার স্কুলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বঙ্গবন্ধু আদর্শ পাঠশালা স্কুলে পাঠদান করছি। এটাই আমার অনেক বড় পাওয়া।

এলাকাবাসী জানান, বীর মুক্তিযোদ্ধা আবদুল বারী মাস্টার ছিলেন শিক্ষানুরাগী ও সমাজসেবক। তাই দুই থেকে তিন কিলোমিটারে কোনো স্কুল না থাকায় নিজের টাকায় নিজের জমিতে বঙ্গবন্ধু আদর্শ পাঠাশালা স্কুলটি প্রতিষ্ঠা করেছেন। এখন আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারবে। আমরা চাই স্কুলটির দিকে সরকার সুদৃষ্টি দেবে।

স্কুল প্রতিষ্ঠাতার ছেলে স্বতন্ত্র এবতেদায়ি শিক্ষক মো. বোরহান উদ্দিন বলেন, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা আবদুল বারী মাস্টার এই স্কুলটি ২০২০ সালে স্থাপন করেন। আমার পিতার স্বপ্ন স্কুলটি একদিন সরকারীকরণ হবে। ওই আশায় আমি স্কুলটি ধরে রেখেছি। স্কুলটি ধরে রাখার জন্য খোঁজখবর নিচ্ছি এবং পিতার মুক্তিযোদ্ধার ভাতার টাকাসহ আমার চাকরির টাকা এই স্কুলে খরচ করছি। আমার রক্ত বিক্রি করে হলেও স্কুলটি ধরে রাখব। এ স্কুলটি সরকারিকরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানাচ্ছি।

বীর মুক্তিযোদ্ধা মো. আছর উদ্দিন (৮৫) জানান, মরহুম বীর মুক্তিযাদ্ধা আবদুল বারী মাস্টার খুব ভালো মানুষ ছিলেন। তিনি সবসময় অত্র এলাকার শিশুরা কীভাবে পড়াশোনা করবে, এই চিন্তায় বঙ্গবন্ধু আদর্শ পাঠাশালা স্কুলটি নির্মাণ করেন।

ধীতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লুৎফর রহমান খান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আদর্শিত হয়ে বঙ্গবন্ধু আদর্শ পাঠাশালা নামে স্কুলটি প্রতিষ্ঠা করেন বীর মুক্তিযাদ্ধা আবদুল বারী মাস্টার। আগে আশপাশে কোনো স্কুল না থাকায় এলাকার শিশুরা পড়াশোনা থেকে বঞ্চিত হতো। এখন স্কুলটি আলো ছড়াচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবিতে মুখোমুখি অবস্থানে ছাত্রদল-ছাত্রশিবির

চাকসুর ফল কারচুপির চেষ্টার অভিযোগে শাহবাগে ছাত্রদলের অবস্থান

৩১ দফা বাস্তবায়নে / বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সোহাগের গণসংযোগ ও লিফলেট বিতরণ

চবিতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের বিচার নিয়ে ভলকার তুর্কের আহ্বান

বিএনপিকে ধন্যবাদ জানাল জামায়াত

চাকসু নির্বাচনে আরেক হলের ফল ঘোষণা, ভিপি পদে এগিয়ে ছাত্রদল

গোমতীর চরে আগাম সবজির চাষ, অধিক লাভের আশা কৃষকের

নতুন কুঁড়ি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে কেশবপুরের তপস্যা

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

১০

ইন্দোনেশিয়ায় তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০

১১

রাত থেকে লাইনে নারী-পুরুষ, সকালে মেলে আটা

১২

ওসিকে অপসারণে শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

১৩

খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষার্থী বহিষ্কার

১৪

উপমহাদেশের সর্ববৃহৎ দিপালী উৎসব কাউনিয়া আদি শ্মশানে

১৫

বিশ্ব মেরুদণ্ড দিবস ২০২৫ : মেরুদণ্ডের যত্নে সচেতন হই, সুস্থ জীবন গড়ি

১৬

কাপ্তাই-চট্টগ্রাম সড়কের বেইলি ব্রিজে ফাটল, দুর্ঘটনার শঙ্কা

১৭

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দলের একক মাতবরি থাকবে না : নুর

১৮

জুলাই জাতীয় সনদে সই করবে না ৪ দল

১৯

সিলেটে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের ভাগ্য নির্ধারণ রোববার

২০
X