নীলফামারীর কিশোরগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যাচেষ্টার দায়ে গতকাল বুধবার রোকন মিয়াকে (২৬) আটক করেছে থানা পুলিশ।
অভিযুক্ত যুবক উপজলার রনচন্ডী ইউনিয়নের জোবেদ আলীর ছেলের।
অভিযুক্ত ছেলের মা রতনা বেগম জানান, ‘রাতে বাড়িতে আসলে ছেলেকে ভাত খেতে বলি। তারপর টিউবওয়েল থেকে পানি নিয়ে ঘরে ঢুকার সময় রোকন আমাকে গলায় ওড়না পেঁচিয়ে হ্যাঁচকা টানে মাটিতে ফেলে দেয়। এ সময় হাত দিয়ে ওড়না সরিয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা এসে আমাকে উদ্ধার করেন।’
তিনি আরও বলেন, ‘সে পালিয়ে গিয়ে জলঢাকার রাজারহাটে আমার বোনের বাড়িতে আশ্রয় নেয়। তারা এ ঘটনা জানতে পেরে তাকে আটকে রাখেন। সেখান থেকে স্থানীয় লোকজন রোকনকে ধরে বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।’
কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় জানান, মাদকাসক্ত ছেলে টাকার জন্য তার মায়ের গলায় ফাঁস দিয়ে হত্যাচেষ্টা করেছে। অভিযোগ পেলে মামলা হবে। অন্যথায় ১৫১ ধারায় অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।
মন্তব্য করুন