ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে জেলা শহরের আর্ট গ্যালারি এলাকার একাত্তরের অপরাজেয় চত্বরে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা।
পরে সেখানে ব্যারিকেড দিলে দুপুর ১২টার দিকে তা ভেঙে মিছিল নিয়ে শহরের চৌরাস্তার আদালত চত্বরের দিকে যায় আন্দোলনকারীরা। পরে আদালতের মূল ফটকের সামনের সড়কে ব্যারিকেড দেওয়া হয়। এ সময় তারা আদালত চত্বরে যাওয়ার চেষ্টা করলে লাঠিচার্জের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হন। পরে আন্দোলনকারীরা সেখানেই অবস্থান নেন।
মন্তব্য করুন