শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০২:৫৪ এএম
আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০৩:৫৬ এএম
অনলাইন সংস্করণ

জনবল সংকটে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা
নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা

ময়মনসিংহের নান্দাইলে জনবল সংকট ও নানা সমস্যা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ ছাড়া হাসপাতালটির ভেতর ও বাইরে পরিষ্কার-পরিচ্ছন্নতার যথেষ্ট ত্রুটি রয়েছে। ফলে স্বাস্থ্যসেবা নিতে আসা রোগী ও রোগীর স্বজনরা আরও অসুস্থ হয়ে পড়ছেন।

হাসপাতালে জনবল সংকটের কারণে উপজেলার ৪ লক্ষাধিক মানুষের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। তবে হাসপাতালে সন্তান প্রসবে সাধারণ ডেলিভারি ও সিজারিয়ান ডেলিভারির সেবার মান বৃদ্ধি পেয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর ভাট যোগদানের পর থেকে সাধারণ ডেলিভারির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

ওই হাসপাতালে সরকারি মঞ্জুরিকৃত পদের সংখ্যা ২৪১ জন। অথচ বর্তমানে কর্মরত আছেন ১৭২-এরও কম। ৬৯টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। বিশেষ করে ডাক্তারদের পদে শূন্যতা রয়েছে সবচেয়ে বেশি। বর্তমানে ১৩ জন মেডিকেল অফিসার ও পাঁচজন জুনিয়র কনসালট্যান্টের পদ শূন্য রয়েছে। তৃতীয় শ্রেণির ১৭৮টি পদের মধ্যে কর্মরত ১৫০, শূন্য আছে ২৮ জন।

হাসপাতালে দুটি ইসিজি, একটি এক্স-রে ও একটি আলট্রাসনোগ্রাফি মেশিন সচল রয়েছে। তবে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা জেনারেটর মেশিন সচল না থাকায় দুর্ভোগে পড়তে হচ্ছে হাসপাতালে থাকা রোগী ও রোগীর স্বজনদের। হাসপাতালে সরকারি চারটি অ্যাম্বুলেন্সের মধ্যে তিনটি অকেজো। যে অ্যাম্বুলেন্সটি ভালো আছে, তাও প্রায় সময়ই নানান সমস্যা থাকে বলে জরুরি প্রয়োজনে তা ব্যবহার করতে দেখা যায় না।

রোগীদের টয়লেটের অবস্থাও নাজুক, যা ব্যবহারের অনুপযোগী। হাসপাতালে এক্স-রে, রক্ত ও কফ পরীক্ষা, আলট্রাসনোগ্রাফিসহ বিভিন্ন সিজারিয়ান চিকিৎসাসেবা চালু হলেও হাসপাতালে আয়া, ওয়ার্ড বয়, ক্লিনার, দারোয়ানসহ পরিচ্ছন্নতাকর্মীর জনবল শূন্য থাকায় রোগীদের সেবা প্রদানে যেন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মাত্র দুজন পরিচ্ছন্নতাকর্মীকে আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ করানো হচ্ছে, যা দিয়ে পুরো হাসপাতালটি পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়।

পাশাপাশি হাসপাতালের ডাক্তার, নার্সসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের কোয়ার্টারগুলো প্রায় পরিত্যক্ত অবস্থায় আছে, যা বসবাসের অনুপযোগী।

এ বিষয়ে নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর ভাট কালবেলাকে বলেন, অত্র হাসপাতালে পরিচ্ছন্নকর্মীর অভাব, মাত্র একজন পরিচ্ছন্নকর্মী আছেন। ফলে সবকিছু যথাসময়ে পরিচ্ছন্ন রাখা সম্ভব হচ্ছে না।

এখানে মাস্টাররোলে কয়েকজন লোক কাজ করছেন। এ ছাড়া হাসপাতালে জনবল সংকট ও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা তিনটি অ্যাম্বুলেন্সের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবি’র ৫ দফা দাবি

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

গকসু নির্বাচন : রেকর্ডসংখ্যক মনোনয়ন বিতরণ 

১০

চট্টগ্রামে হবে আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপো 

১১

চব্বিশের বিজয়ীদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ : কাদের সিদ্দিকী

১২

ঢাকার মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কা নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

১৩

প্যানেলে তন্বির জন্য পদ শূন্য রাখলেও একই পদে লড়ছেন বাগছাসের এক নেতা

১৪

বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা

১৫

আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক জোট

১৬

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ : এনামুল হক চৌধুরী

১৭

জিপিএ ৫ পেয়েও দ্বিতীয় ধাপে কলেজ পায়নি ১৪১৮ জন

১৮

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় রদবদল

১৯

রাজশাহীর প্রবীণ সংবাদপত্র এজেন্ট হেকমত উল্লাহ মারা গেছেন

২০
X