গাজীপুরের কালীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে উপজেলার জঙ্গালীয়া ইউনিয়নের দুবুরিয়ার বিশ্বরোড সংলগ্ন স্বপ্নপুরী রিসোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল আহম্মেদ ওরফে আবেদ তারাগঞ্জ এলাকার একডালা গ্রামের আবির হোসেনের ছেলে। তিনি রাজধানীর মতিঝিলে আলিকো ইনস্যুরেন্স কোম্পানির অফিস সহকারী পদে চাকরি করতেন।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, শাকিল ঢাকা থেকে ট্রেনযোগে গাজীপুর যায়। পরে সেখান থেকে নোয়াপাড়া হয়ে চান্দেরবগে যাওয়ার পথে দুবুরিয়া এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন। এ সময় ২০টি মহিষসহ ট্রাক ফেলে পালিয়ে যায় চালক।
দুর্ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্সসহ এস আই জামিনুর রহমান ঘটনাস্থলে যান। পরে মরদেহসহ অটোরিকশা ও ঘাতক ট্রাকটি থানায় নিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা থানায় উপস্থিত হন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মাহতাবউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালক ট্রাক ফেলে পালিয়ে গেছে। এ বিষয়ে কাউকে আটক করা হয়নি। স্বজনদের সঙ্গে আলাপ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন