সরকারি চাকরিতে কোট সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে এবং ৯ দফা দাবিতে বৃষ্টি উপেক্ষা করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
শনিবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে ঘণ্টাব্যাপী শহরের আশেকপুর বাইপাস এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা টাঙ্গাইল প্রেস ক্লাব ও বিন্দুবাসিনী সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সামনে জড়ো হতে থাকে। পরে দুপুরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আশেকপুর বাইপাস এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে।
এ সময় শহরে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দেন।
অপরদিকে সখীপুর উপজেলায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল চলাকালে স্থানীয় ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় রাকিব নামে শিক্ষার্থী আহত হয়েছে।