ভাইয়ের সঙ্গে মোবাইল নিয়ে বিতর্কের জেরে ফারজানা ইয়াসমিন নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। বুধবার (২৬ জুলাই) রাতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের বড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফারজানা ইয়াসমিন (১৪) শাহজাহানপুর বগুড়া বেজোড়া হাইস্কুলের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করত। সে উপজেলার ধামাইনগর ইউনিয়নের ফরিদুল সরকারের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, ছোট ভাই নাইম (১১) এর সঙ্গে মোবাইল ফোন নিয়ে তর্ক-বিতর্ক হয়। পরে মা ছেলে ও মেয়ে দুজনকে বকাবকি করে। রাতে অভিমান করে না খেয়ে শুয়ে পড়ে ফারজানা।
পাশের ঘরে মা মেয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় তার মা প্রকৃতির ডাকে একটু দূরে আসলেই ঘুমের ভান করা ফারজানা সুযোগ বুঝে ঘরের তীরের সঙ্গে নিজের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয়। হঠাৎ শব্দ হলে মা-বাবা ছুটে গিয়ে দেখে তাদের মেয়ে ঘরের তীরের সঙ্গে ঝুলছে। তাদের চিৎকার শুনে বাড়ির অন্যান্য লোকজন গিয়ে দেখে ফারজানা আর বেঁচে নেই।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, নিহত কিশোরী পরিবারের সঙ্গে অভিমান করে রাত আনুমানিক ৪টার দিকে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন