কক্সবাজারের কুতুবদিয়ায় ফুটবল খেলা শেষে সাগরে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে যাওয়া আপন তিন চাচাতো ভাইয়ের মরদেহ এক দিন পর উদ্ধার করেছেন স্থানীয়রা।
বুধবার (৭ আগস্ট) বিকেল ৩টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মনোহরখালী এলাকার মাসুক হোসেনের ছেলে আশেক (১২), হাসেমের ছেলে জাওয়াদ (৬) ও আলী হোসেনের ছেলে আলিম উদ্দিন (১২)।
নিহতদের চাচা নাজিম উদ্দীন জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় একজনের, রাত সাড়ে ১২টায় একজনের এবং বুধবার বিকেলে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, আশেক ও আলিম উদ্দিন বায়তুশ শরফ হাফেজখানা মাদ্রাসার শিক্ষার্থী ও জাওয়াদ মনোহরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় ইউপি সদস্য আজিজুল হাকিম বলেন, আশেক, আলিম উদ্দিন ও জাওয়াদের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে।