ছাত্র-জনতার অভ্যুত্থানকে ধরে রাখতে সারা দেশে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি চালাচ্ছেন শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে শরীয়তপুরের সখিপুর থানার চরকুমারিয়া ইউনিয়নের মোল্লারহাট বাজারে মনিটরিং, লিফলেট বিতরণ, ট্রাফিক নিয়ন্ত্রণ ও মাইকিংয়ের মাধ্যমে এ কর্মসূচি পরিচালনা করছেন শিক্ষার্থীরা।
‘আমরাই গড়বো আমাদের দেশ’ শিরোনামে ৪টি দলে বিভক্ত হয়ে সাধারণ মানুষকে সচেতন করে তোলার কাজ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা। পাশাপাশি চলমান ইস্যুতে বাজারের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মতামত নেওয়ারও চেষ্টা করেন।
সচেতনতার বিষয়গুলোর মধ্যে রয়েছে বাজারের প্রতিদিনের বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা, দুদিনের মধ্যে প্রতিটি দোকানের সামনে একটি করে ময়লা ফেলার ঝুড়ির ব্যবস্থা রাখা, নিজ উদ্যোগে যার যার দোকানের সামনে ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করা এবং বাজারে দোকানের সামনে যানবাহনগুলোকে পার্কিং করতে না দেওয়া। এ ছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করা এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
কার্যক্রমে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ফরিদপুর মেডিকেল কলেজসহ স্থানীয় শিক্ষার্থীরা।