কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত

ছেলের দৃষ্টি ফিরে পেতে মায়ের আকুতি

মায়ের সঙ্গে আন্দোলনে চোখ হারানো জুবায়ের হাসান জিহাদ। ছবি : কালবেলা
মায়ের সঙ্গে আন্দোলনে চোখ হারানো জুবায়ের হাসান জিহাদ। ছবি : কালবেলা

‘আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে আমার ছেলের চোখ নষ্ট হয়ে গেছে। এই সন্তানই শেষ ভরসা। আমার সন্তানকে যদি সরকার কোনো ব্যবস্থা করে দেয় তাহলে আমি বাঁচব। এ ছাড়া আমার কোনো উপায় নাই। একমাত্র সন্তান নিয়েই আমি বেঁচে আছি। সরকার যেন আমার ছেলের চিকিৎসার ব্যবস্থা করে দেয়। ছেলের চিকিৎসা করানোর মতো আমার সামর্থ্য নেই।’

ছেলের চোখের দৃষ্টি ফিরে পেতে কান্নাজরিত কণ্ঠে কথাগুলো বলছিলেন সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের ছোড়া গুলিতে এক চোখ হারানো জুবায়ের হোসেন জিহাদের মা হাসি বেগম।

১৬ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে পুলিশের ছোড়া গুলিতে বাম চোখ হারান জুবায়ের হাসান জিহাদ। জুবায়ের সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হায়দারপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে এবং উপজেলার সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

আহত জুবায়ের বলেন, গত ১৬ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল নিয়ে সিরাজগঞ্জে ইসলামিয়া কলেজ থেকে বের হয়ে রেলগেটের কাছে আসলে পুলিশ লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। এরপর পুলিশ রাবার বুলেট, টিয়ার শেল ছোড়ে। একপর্যায় একটা ছোড়া গুলি এসে আমার বাম চোখে লাগে। আমার বন্ধুরা হাসপাতলে নিয়ে যায়। অবস্থা ভালো না দেখে চিকিৎসকরা ঢাকায় পাঠিয়ে দেন।

তিনি বলেন, ঢাকার একটি চক্ষু হাসপাতালে অপারেশন করা হয়। সেই অপারেশনের পর থেকে বাম চোখে দেখতে পাই না। কিছু পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তাররা আমাকে বলেছে এখনো তিনটা অপারেশন করতে হবে। কিন্তু চোখে দেখতে পাব কিনা বরতে পারছেন না। আমি চাই আমার চোখের দৃষ্টি ফিরে আসুক। এখন পর্যন্ত আমার এটাই চাওয়া, আর কিছু চাওয়ার নেই।

জুবায়ের হাসানের মা হাসি বেগম বলেন, আমার ছেলের যখন পাঁচ মাস তখন তার বাবা মারা যান। আমার তিন মেয়ে ও এক ছেলে। ছেলেকে নিয়েই খুব কষ্টে জীবনযাপন করছি। সে এবার এইচএসসি পরিক্ষা দিচ্ছে। আশা ছিল রেজাল্ট করলে ঢাকায় ভর্তি করাব। পড়াশোনা করে একটা চাকরি করলে আমার দুঃখ কেটে যাবে। ছেলে আন্দোলনে গিয়ে চোখ হারাল।

তিনি বলেন, ছেলের চোখের চিকিৎসা করার মতো সামর্থ্য নেই। আরো তিনটা তিনটা অপারেশন করাতে হবে। ২/৩ লাখ টাকা খরচ হবে। সরকার যদি আমার ছেলের পাশে দাঁড়ায় তাহলে হয়তো সে চোখের দৃষ্টি ফিরে পাবে। ছেলের এ অবস্থায় সরকারি চাকরি পাবে কিনা সন্দেহ। তারা যদি কোনো কাজের ব্যবস্থা করে দেয় তাহলে আমার দুঃখ গুছবে। না হয় সারাজীবন চোখ হারানো ছেলেকে নিয়ে কষ্টে দিনাতিপাত করতে হবে।

আন্দোলনে জুবায়ের সহপাঠী রুকাইয়া বলেন, ১৬ জুলাই যখন আমরা সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ থেকে একটা মিছিল বের করি তখন পুলিশের বাধার সম্মুখীন হই। সেখানে পুলিশ আমাদের ওপর গুলি ছোড়ে। এক পর্যায়ে একটা ছোড়া গুলি জুবায়েরের বাম চোখে লাগে। তখন আমরা ওকে এমএ মতিন চক্ষু হাসপাতালে নিয়ে যাই। তারা আহত জুবায়েরকে ঢাকাতে নিয়ে যেতে বলে।

তিনি বলেন, আমরা সরকারে কাছে আবেদন করছি, জুবায়েরের পারিবারিক অবস্থা ভালো না। চিকিৎসা করানোর মতো পরিস্থিতি নেই। তার দায়িত্ব যেন সরকা নেয় এটাই আমার আমাদের চাওয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরিষা ফুলের হলুদ মোহ দেখতে দর্শনার্থীদের ভিড়

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে ইইউবি’র মামলা

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

১০

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

১১

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

১২

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

১৩

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১৪

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১৫

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১৬

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

১৭

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

১৮

ফুটবল মাঠে বন্দুকধারীদের তাণ্ডব, প্রাণ গেল ১১ জনের

১৯

আইইউবিএটির সমাবর্তনে বৈশ্বিক শিক্ষার ওপর গুরুত্ব পররাষ্ট্র উপদেষ্টার

২০
X