টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না গুলিবিদ্ধ তালহার

টাঙ্গাইলে মায়ের সঙ্গে নিজ বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ খন্দকার তালহা। ছবি : কালবেলা
টাঙ্গাইলে মায়ের সঙ্গে নিজ বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ খন্দকার তালহা। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না টাঙ্গাইলের খন্দকার তালহা। বিনা চিকিৎসায় গুলিবিদ্ধ পা স্বাভাবিক না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। একমাত্র ছেলের অবস্থার কথা বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছেন মা কোহিনুর বেগম। বাম পায়ে গুলির সিসা নিয়েই বিছানায় কাতরানো তালহার চিকিৎসার জন্য সহযোগিতা চেয়েছেন তিনি।

জানা যায়, তালহা টাঙ্গাইল পৌরসভার বেড়াবুচনা সবুজবাগ এলাকায় খন্দকার আশরাফ আলীর ছেলে ও শহরের দারুল উলুম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। গত ৫ আগস্ট টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেন তিনি। একপর্যায়ে শহরের কলেজপাড়া এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। তালহা ভয়ে একটি ৪ তলা ভবনের ছাদে আশ্রয় নেন। পিছু নিয়ে পুলিশ সেখানে গেলে ধস্তাধস্তির একপর্যায়ে বাম পায়ে গুলিবিদ্ধ হন তিনি। পরে সহপাঠীদের সহায়তায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় হাসমত বলেন, তালহার মা কয়েকটি বাড়িতে ঝিঁয়ের কাজ করে। স্বামীর সঙ্গে তার সম্পর্ক না থাকায় দুটি সন্তান নিয়েই তার সব স্বপ্ন। এখন ছেলের যে গতি হলো তাতে তার দুভোর্গ আরও বেড়ে গেল।

তালহার বোন সুমাইয়া আফরোজ বলেন, ভাইবোন মিলে আন্দোলনের অংশগ্রহণ করি। একপর্যায়ে পুলিশের গুলিতে ছত্রভঙ্গ হয়ে যাই। আমার ভাই যে গুলিবিদ্ধ হয়েছে সেটি জানতাম না। বাড়িতে আসার পর সহপাঠীরারা আমাকে জানায়।

গুলিবিদ্ধ তালহা বলেন, আমার বুকে পুলিশ বন্দুক ঠেকিয়ে বলে গুলি করে দেব। তখন কোনো উপায় না পেয়ে বন্দুকটি বুকে থেকে সরানোর জন্য ধস্তাধস্তি করি। একপর্যায়ে বাম পায়ে গুলি লাগে।

তালহার মা কোহিনুর বেগম বলেন, আমি এক হতভাগা নারী। আমার দুটি সন্তান নিয়ে সংসার। আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। বাপের ভিটে বাড়িতে থাকি। ছেলে আন্দোলনে গিয়ে আহত হয়েছে। ৬ দিন হাসপাতালে থাকলেও টাকার অভাবে চিকিৎসা শেষ না করে বাড়ি চলে আসি।

তিনি বলেন, কোনো বৃত্তবান ব্যক্তি অথবা সরকারের কাছে আমার ছেলেকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাই। আমি ঝিঁয়ের কাজ করে মাসে ৩ হাজার টাকা পাই। কীভাবে আমার সন্তানকে চিকিৎসা করাব। ধার দেনা করে এ পর্যন্ত ৫০ হাজার টাকা শেষ করেছি। আমার হাতে আর কোনো টাকা-পয়সা নেই। এখনো তার পায়ের অপারেশন বাকি রয়েছে।

এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর মেহেদী হাসান আলীম বলেন, তালহার বাবার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ায় তার মা সংসারের সব দায়দায়িত্ব পালন করেন। আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করি। আশপাশের মানুষ ২০০-৪০০ টাকা দেয় সেটি দিয়ে ব্যথার ওষুধ কিনতেই ফুরিয়ে যায়। তার পায়ের চিকিৎসায় প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা লাগবে বলে জেনেছি। এই টাকা তার পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ‍্যাসের চাপ স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা লাগতে পারে : তিতাস

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও সুসংহত হবে : ইউট্যাব

রূপগঞ্জে দোয়া ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

৫ নেতাকে সুখবর দিল বিএনপি 

বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসায় জামানত আরোপ, যা জানা প্রয়োজন

গাজায় আন্তর্জাতিক বাহিনীর অংশ হতে প্রস্তাব দিল বাংলাদেশ

জেড আই গ্রুপের ডিলার মিট প্রোগ্রাম ২০২৬ অনুষ্ঠিত

ভুয়া মেমো তৈরি করে সার সংকট, অতঃপর...

এক রাতেই পাঁচ চুরি, আতঙ্কে এলাকাবাসী

রাজধানীতে গ্যাসের চাপ স্বাভাবিক হবে কখন, জানাল তিতাস

১০

জুলাই হত্যাকাণ্ডের ‘পক্ষ নেওয়া’ চবির অধ্যাপক আটক

১১

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল

১২

তালিমের নামে নারীদের নিয়ে নির্বাচনী প্রচারণা, প্রার্থীকে জরিমানা

১৩

সুষ্ঠু সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলার বিকল্প নেই : বিভাগীয় কমিশনার

১৪

চ্যাটজিপিটির লেখা শপথে বিয়ে, শেষ পর্যন্ত আদালতেই বাতিল

১৫

সকালে উঠেই পানি পান করা কতটা দরকারি

১৬

যাদের হাতে উঠল ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৬’

১৭

১৫ বছর ছিলাম পাকিস্তানের দালাল, এখন ভারতের : আসিফ নজরুল

১৮

যে প্রতীক নিয়ে নির্বাচন করতে চান তাসনিম জারা

১৯

আইপিএল থেকে বাদ মুস্তাফিজ, যা বললেন মঈন আলী

২০
X