বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পরিচালনাধীন প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মো. আবদুস সোবহানকে পদায়ন করা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) বিপিসির উপসচিব মুহাম্মদ আশরাফ হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। মো. আবদুস সোবহান এর আগে এলপি গ্যাস লিমিটেডের (এলপিজিএল) ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সুপিরিয়র সিলেকশন কমিটির গত ১৪ আগস্টে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিপিসির অধীনস্থ প্রতিষ্ঠান এসপি গ্যাস লিমিটেড (এলপিজিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সোবহানকে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের (পিওসিএল) ব্যবস্থাপনা পরিচালক পদে বদলি করা হলো।
তিনি তার নিজ কর্মস্থল এলপি গ্যাস লিমিটেড (এলপিজিএল) হতে অবমুক্ত হয়ে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড (পিওসিএল) এ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করবেন।
মন্তব্য করুন