নাশকতা মামলায় বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম আফজুলুর রহমান ও সদস্য জহিরুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে বরগুনা শহরের মাছ বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন : ঢাকায় বিএনপির কর্মসূচিতে আহত ৫০০, গ্রেপ্তার ১২৪
বিষয়টি নিশ্চিত করে বরগুনা থানার ওসি মিজানুর রহমান বলেন, বরগুনা থানায় ইতোপূর্বে দায়ের করা নাশকতার একটি মামলায় এজাহারভূক্ত আসামি ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আফজালুর রহমান ও জহিরুল হক।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোমেন বলেন, দুপুর ২টার দিকে দুজনকে শহরের মাছ বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে মামলা রয়েছে। বরগুনায় জামায়াতে ইসলামী বড় ধরনের শোডাউনের প্রস্তুতির সংবাদ জানতে পেরে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য করুন