বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাধের বটতলা এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে কাজ করাকালে সজিব শেখ (১৬) নামে এক শিশু শ্রমিক ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নিহত হয়েছে। এ ঘটনা ঘটেছে সোমবার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে।
নিহত সজিব শেখ খুলনা পাইকগাছার কপিলমুনি এলাকার রুস্তুম আলী শেখের ছেলে। সে ঢাকা-খুলনা মহাসড়কের উন্নয়ন কাজে সিগন্যালম্যান হিসেবে দায়িত্ব পালন করছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের সাধের বটতলা এলাকায় কাজ চলাকালে সজিব সিগন্যালম্যান হিসেবে রাস্তায় দায়িত্ব পালন করছিল। এ সময় একটি ট্রাক পেছন দিক থেকে তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফকিরহাট মডেল থানার ওসি মুহা. আলীমুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় সজিব নামে একজন শ্রমিক মারা গেছে। এ বিষয়ে মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশ আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
মন্তব্য করুন