

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে দেশ পরিচালনা নিয়ে সরাসরি আলোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান ক্রিস্টি নোয়েম। খবর বিবিসির।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নোয়েম বলেন, ট্রাম্প ও ডেলসি রদ্রিগেজের মধ্যে চলমান আলোচনা খুবই বাস্তবভিত্তিক এবং পরিষ্কার। তিনি জানান, এসব কথোপকথনে যুক্তরাষ্ট্র তার অবস্থান স্পষ্টভাবে তুলে ধরছে।
নোয়েম বলেন, আপনি নেতৃত্ব দেবেন, না হলে সরে দাঁড়াবেন। আমরা আর কাউকে আমাদের আমেরিকান প্রভাব ক্ষুণ্ন করতে দেব না। তার এই মন্তব্য ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান ও রাজনৈতিক চাপের ইঙ্গিত দিচ্ছে।
সাক্ষাৎকারে নিকোলাস মাদুরোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন করা হয় নোয়েমকে। মাদুরোর বিচার শেষে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের বিষয়টি দেখতে হবে এবং আইনি প্রক্রিয়াকে তার মতো করে এগোতে দিতে হবে।
এই মন্তব্যের মাধ্যমে মাদুরোর সম্ভাব্য প্রত্যর্পণ নিয়ে সরাসরি কোনো নিশ্চয়তা না দিলেও যুক্তরাষ্ট্র যে বিষয়টি খোলা রাখছে, তা স্পষ্ট হয়েছে।
ভেনেজুয়েলায় সাম্প্রতিক সামরিক ও রাজনৈতিক অস্থিরতার পর যুক্তরাষ্ট্রের এই অবস্থান দেশটির ভবিষ্যৎ শাসনব্যবস্থা এবং আঞ্চলিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
মন্তব্য করুন