বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় দেড় বছরেও শেষ হয়নি ফতেহ আলী সেতুর নির্মাণ কাজ

বগুড়ার নির্মাণাধীন ফতেহ আলী সেতু
বগুড়ার নির্মাণাধীন ফতেহ আলী সেতু

বগুড়ায় দেড় বছর অতিবাহিত হলেও শহরের ফতেহ আলী সেতুর নির্মাণ কাজ শেষ হয়নি। শুধু তাই নয়, গত ৩০ জুন এই প্রকল্পের মেয়াদও শেষ হয়েছে। কবে নাগাদ সেতুর নির্মাণ কাজ শেষ হবে তাও পরিষ্কার করে বোঝা যাচ্ছে না। এতে করে দুর্ভোগে পড়েছেন পূর্ব বগুড়ার তিন উপজেলার প্রায় ১২ লাখের বেশি মানুষ। কারণ তাদের চলাচল ও পণ্য পরিবহনের একমাত্র মাধ্যম হলো করতোয়া নদীর ওপর নির্মিত এই সেতু। যদিও সড়ক ও জনপথ বিভাগ বলছে, আগামী জানুয়ারি মাসের মধ্যে সেতুর নির্মাণ শেষ হবে এবং যান চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে।

জানা গেছে, বগুড়া শহরের পূর্ব প্রান্ত ও পূর্ব বগুড়ার তিন উপজেলার বাসিন্দাদের চলাচল সুগম করতে সরকার করতোয়া নদীর ওপর ২০২৩ সালের জানুয়ারিতে ফতেহ আলী সেতু নির্মাণের কাজ শুরু করেছিল। সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল গত ৩০ জুনের মধ্যে। কিন্তু বাস্তবে কাজ হয়েছে অর্ধেকেরও কম। ফলে সেতুর নির্মাণ কাজ বর্ধিত সময়েও শেষ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

১৯৬২ সালে নির্মিত ফতেহ আলী সেতুটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় সড়ক ও জনপথ বিভাগ এটি ২০১৮ সালে পরিত্যক্ত ঘোষণা করে। তারপরও বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ সেতুর ওপর দিয়েই যানবাহন চলাচল করে আসছিল। পরে ২০২৩ সালের জানুয়ারিতে সেতুর নির্মাণ কাজ শুরু হয়। এজন্য ১৯ কোটি ৮৩ লাখ টাকা বরাদ্দ মেলে। অর্থ বরাদ্দ পাওয়ার পর ঠিকাদার নিয়োগ করে ঝুঁকিপূর্ণ সেতুটি ভেঙে নতুন করে নির্মাণ কাজ শুরু করা হয় ২০২৩ সালের জানুয়ারি মাসে। সে সময় বিকল্প হিসেবে মানুষের চলাচলের জন্য একটি বাঁশের সাঁকো বানিয়ে দেওয়া হয়েছিল।

তবে সেতু পুনর্নির্মাণ শুরু হওয়ার পর আশাবাদী হয়ে উঠেছিলেন পূর্ব বগুড়ার বাসিন্দারা। কিন্তু এলাকার বাসিন্দাদের আনন্দ নিরানন্দে পরিণত করেছে সেতু নির্মাণে বিলম্ব। ফলে পূর্ব বগুড়ার বাসিন্দাদের চলাচলের জন্য নির্মাণ করা একমাত্র বিকল্প ভরসা বাঁশের সাঁকো তারও নড়বড়ে অবস্থা।

সড়ক ও সেতু বিভাগ জানায়, ফতেহ আলী সেতুর নির্মাণ কাজ শেষ করার কথা গত ৩০ জুনের মধ্যে। কিন্তু ঠিকাদার নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেনি। রাস্তার জন্য অর্থ বরাদ্দ মিললেও সেতুর জন্য বরাদ্দ আটকে যাওয়ায় দুটি কাজ একসঙ্গে শুরু করা যায়নি। এ কারণে সেতুর কাজ শুরু করতে দেরি হয়েছে। দৃষ্টিনন্দন সেতুটি হবে ৪০ ফুট প্রশস্ত। এটি পূর্ব বগুড়ার গাবতলী, সারিয়াকান্দি ও সোনাতলা- এই তিন উপজেলার কয়েক লাখ মানুষের স্বপ্নের সেতু।

সেতু নির্মাণ কাজের ঠিকাদার জামির ইকবাল বলেন, যে কাজ বাকি আছে তা আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে।

বগুড়া সওজের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান জানান, আগামী জানুয়ারি মাসের মধ্যে সেতুর নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এজন্য ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার জন্য তাগাদা দেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন করিডোর প্রকল্প শুরু করতে চায় চীন-পাকিস্তান

থানা হাজতে যুবকের মৃত্যু, এএসআইসহ ৩ পুলিশ প্রত্যাহার

চবিতে নিলস-সিইউ পাবলিক স্পিকিং প্রতিযোগিতা শনিবার

জাতীয় সংখ্যালঘু সম্মেলন হয়নি, কারণ জানাল পুলিশ

বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি মেয়র শাহাদাতের 

ঘুমাতে যাওয়ার কত আগে রাতের খাবার খাওয়া উচিত জেনে নিন

ফ্যাসিবাদের পুনরুত্থান ছাত্রসমাজ রুখে দেবে : আ স ম রব

চমেকে ১০ চর্ম রোগ নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ 

বিভাজন তৈরির অপচেষ্টা চালানো হয়েছে : মাওলানা হালিম

আপনার শখের গাছের জন্য প্রাকৃতিক টনিক

১০

শিগগির শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট : পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী 

১১

ইউক্রেনের আরও ৩ গ্রাম দখলের দাবি রাশিয়ার

১২

মিষ্টিমুখে অস্বাস্থ্যকর চিত্র, জরিমানা এক লাখ

১৩

‘মব’ করে তিন কিশোরকে বেঁধে বেধড়ক পিটুনি, নিহত ১

১৪

শিমুল বিশ্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল, দেখতে গেলেন ডা. রফিক

১৫

আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপলের জরুরি সতর্কতা

১৬

এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

১৭

দেশকে বাঁচাতে পরিবেশ রক্ষা করতে হবে : মঈন খান

১৮

এশিয়া কাপের আগে বড় ঝামেলায় ভারত

১৯

গবেষণা / পুরুষদের তুলনায় নারীদের বেশি ঘুমের প্রয়োজন, জেনে নিন কেন

২০
X