ময়মনসিংহের ত্রিশালের আমিরাবাড়ী ইউনিয়নের গোপালপুর গ্রামে দেওয়ানবাগ পীরের আস্তানা ভাঙচুরের চেষ্টা ও অগ্নিসংযোগ করেছে আশপাশের বিভিন্ন গ্রামের কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা।
গতকাল রোববার দুপুরে সাইনবোর্ড বাসস্ট্যান্ডে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দেওয়ানবাগীর গেট ভাঙচুর করা হয়।
ত্রিশাল থানা পুলিশে (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। সেনাবাহিনীর সহযোগিতায় আমরা বিক্ষুব্ধ জনতার সঙ্গে আলোচনায় বসি। এক পর্যায়ে তারা আমাদের তিনটি দাবি পেশ করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থার আশ্বাস দিলে তারা ফিরে যান।
স্থানীয়রা জানান, দেওয়ানবাগের আস্তানায় হামলা হবে বিষয়টি টের পেয়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতাকে বোঝানোর চেষ্টা করেন। তারপরও উত্তেজিত জনতা দেওয়ানবাগীর আস্তানায় হামলা, ভাঙচুর ও ইটপাটকেল ছোড়ার চেষ্টা করেন। এ সময় আস্তানার প্রধান গেটের সামনে একটি ঘরে আগুন দেয় তারা। পরে তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। দেওয়ানবাগী পীরের আস্তানা থেকে ভক্ত ও বিক্ষুব্ধ জনতার মধ্যে ছোড়া ইটপাটকেল এবং লাটিচার্জে প্রায় ১০-১২ জন আহত হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জনতার বিক্ষোভ পরিস্থিতি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
মন্তব্য করুন