বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৬:১৮ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

হেনস্তার শিকার হয়ে থানায় গেলেন মিমি চক্রবর্তী

অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবি : সংগৃহীত
অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবি : সংগৃহীত

অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার মুখোমুখি হলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও রাজনীতিবিদ মিমি চক্রবর্তী। যে তেতো অভিজ্ঞতা নিতে চাইবেন না কোনো অভিনয়শিল্পী।

ভারতীয় গণমাধ্যমের খবর, ভয়াবহ হেনস্তার শিকার হয়েছেন মিমি। পশ্চিমবঙ্গের বনগাঁয় একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হতে হয় অভিনেত্রীকে। আপত্তিকর আচরণের মুখোমুখি হওয়ায় থানায় অভিযোগ দায়ের করেছেন নায়িকা।

জানা গেছে, ওই অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে চরম বিশৃঙ্খলার মধ্যে পড়েন মিমি। ভক্তদের অতি-উৎসাহ এবং আয়োজকদের অব্যবস্থাপনায় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়, মিমিকে শারীরিক লাঞ্ছনার মতো পরিস্থিতির মোকাবিলা করতে হয়। আপত্তিকর আচরণের মুখোমুখি হওয়ায় থানায় অভিযোগ দায়ের করেছেন নায়িকা।

এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মিমি চক্রবর্তী। গণমাধ্যমকে তিনি বলেন, ‘দীর্ঘ ক্যারিয়ারে এ ধরনের ব্যবহারের মুখোমুখি আগে কখনো হইনি। এটি আমার জন্য অত্যন্ত তিক্ত একটি অভিজ্ঞতা।’

ক্ষুব্ধ মিমি আরও বলেন, ‘বর্তমানে দর্শকরা মনে হয় ধরে নিয়েছে, মঞ্চে পারফর্ম করতে আসা শিল্পীরা তাদের ব্যক্তিগত সম্পত্তি! এ ধরনের মানসিকতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

অনুষ্ঠানের আয়োজকদের ওপরও ক্ষোভ ঝাড়েন মিমি। বলেন, ‘শিল্পীদের সম্মান ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা আয়োজকদের দায়িত্ব ছিল। কিন্তু এটা তারা করছে বলে আমার মনে হয় না।’

সম্প্রতি গায়িকা লগ্নজিতা চক্রবর্তীর সঙ্গে ঘটে যাওয়া শ্লীলতাহানির রেশ কাটতে না কাটতেই এবার মিমির সঙ্গে এমনটা ঘটল। এ খবরে সরগরম টালিউড। একের পর এক তারকা শিল্পী হেনস্তার শিকার হওয়ায় পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক অঙ্গনে এখন নিরাপত্তার প্রশ্নটি বড় হয়ে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, মিমি চক্রবর্তীর প্রথম চলচ্চিত্র- ‘বাপি বাড়ি যা’। যেখানে তিনি দোলা নামের একটি চরিত্রে অভিনয় করেন। মিমি ক্যালকাটা টাইমস ২০১৬ ও ২০২০ সালের মোস্ট ডিজায়ারেবল উইমেন তালিকায় সবচেয়ে আকাঙ্ক্ষিত ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত ছিলেন।

২০১৯ সালে রাজনীতিতে যোগ দেন জনপ্রিয় এই অভিনেত্রী। একই বছর ভারতীয় সাধারণ নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে যাদবপুর লোকসভা নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি যাদবপুর কেন্দ্র থেকে ১৭তম লোকসভার সংসদ সদস্য ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামের নামে ধোঁকা দেওয়া সহ্য করবে না মানুষ : ১২ দলীয় জোট 

ভোটে সহিংসতার দায় আ.লীগের কেন, ব্যাখ্যা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির আরও ১১ নেতাকে বহিষ্কার

চবির নতুন ডিনকে আ.লীগপন্থি দাবি করে জাতীয়তাবাদী ফোরামের ক্ষোভ

ভারতের কূটনীতিকদের পরিবার সরানোর কোনো কারণ খুঁজে পাই না : পররাষ্ট্র উপদেষ্টা

বৃহস্পতিবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

ভিসানীতিতে পরিবর্তন, যুক্তরাষ্ট্রে ভারতীয়দের জন্য বড় ধাক্কা

বিএনপির ৪ নেতার পদত্যাগ

কবে পদত্যাগ করবেন, জানালেন ডাকসুনেতা সর্বমিত্র চাকমা

সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত

১০

আর কোনো স্বৈরাচার না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : আসিফ মাহমুদ

১১

বৃষ্টি নিয়ে নতুন বার্তা

১২

কে এই তামিম রহমান?

১৩

চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা

১৪

বাঞ্ছারামপুর উপজেলা সার্ভেয়ার সমিতির নতুন কমিটি / সভাপতি আব্বাস, সম্পাদক নুরুল আমিন

১৫

ড্যাফোডিলের ১৩তম সমাবর্তনে চার হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান

১৬

স্ত্রী-সন্তানের কবর ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন সাদ্দাম

১৭

উন্নয়ন ও সেবায় কেউ পিছিয়ে থাকবে না : আবু আশফাক

১৮

ফুটসাল চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

১৯

উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান, থাকছে যেসব কর্মসূচি

২০
X