চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৫ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

‘সাদা পাঞ্জাবিতে পানের রস লেগে লাল হয়ে গেছে’

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

আমি কোনো মারধর করিনি। তার সাদা পাঞ্জাবিতে পানের রস লেগে লাল হয়ে গেছে। এমনটা বলেছেন ভোলার চরফ্যাশনে চাঁদা না দেওয়ায় আইনজীবীর সহকারীকে হামলায় অভিযুক্ত হানিফ জমাদার।

জানা যায়, ভোলার চরফ্যাশনে দাবি করা চাঁদা না দেওয়ায় নাসির (৬০) নামের এক আইনজীবীর সহকারীর (মুহুরি) ওপর হামলা হয়েছে। বিএনপির কথিত নেতা হানিফ জমাদার এ হামলা করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

রোববার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় উপজেলার কাশেমগঞ্জ বাজার এলাকার জিন্নাগড় ৮নং ওয়ার্ডে হানিফ জমাদারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত নাসির মুহুরিকে স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন যাবৎ নাসির মুহুরির কাছে চাঁদা দাবি করে আসছিলেন হানিফ জমাদার। মামলা সংক্রান্ত বিষয়ে তিনি নাসির মুহুরির ওপর ক্ষুব্ধ। চাঁদা দিতে অস্বীকার করলে নাসির মুহুরিকে মারধর করা হয়।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নিজেকে বিএনপি নেতা দাবি করে বিভিন্ন মানুষের কাছে চাঁদা চেয়ে আসছেন কথিত এ যুবদল নেতা। তবে স্থানীয় বিএনপি নেতারা বলছেন, হানিফ জমাদার বিএনপির কোনো পদে নেই। তার অপরাধের দায় বিএনপি নেবে না। একসময় সে আওয়ামী লীগ করেছে, এখন বিএনপি হয়ে গেছে। এরা সুবিধাবাদী।

আহত নাসির মুহুরি বলেন, আমার বাড়ি এওয়াজপুর ৯নং ওয়ার্ডে। প্রায় ১৫ দিন আগে জিন্নাগড় উত্তর মাদ্রাজ ৮নং ওয়ার্ডের হানিফ জমাদার আমার বাড়িতে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে লোক পাঠায়। আমি তাকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সে আমাকে হুমকি দিয়ে আসছিল। একদিন আমার বাড়িতে গিয়ে ঘরের দরজা জানালা ভাঙচুর করে। তিনি বলেন, আজ সকালে হানিফ জমাদারের বাড়ির সামনে দিয়ে চরফ্যাসনে আমার কর্মস্থলে আসার পথে সে ও তার ছেলে শিমুল (২০) আমার গতিরোধ করে অকথ্য ভাষায় গালাগাল করে আমার কাছে চাঁদা চায়। আমি চাঁদা দিতে অপারগতা জানালে বাপ-ছেলে মিলে আমাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে জখম করে। স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করতে চাইলে হানিফ জমাদার তার দলবল নিয়ে হাসপাতালে এসে চিকিৎসা গ্রহণে বাধা দেন। পরে সাংবাদিকদের সহায়তায় আমি হাসপাতালে ভর্তি হই।

নাসির মুহুরি বলেন, আমি কোনো রাজনীতি করি না। পেশাগত কারণে অনেকেই আমার প্রতি ক্ষুব্ধ থাকতে পারে। তবে হানিফ জমাদারের সঙ্গে আমার ব্যক্তিগত শত্রুতা নেই।

এ ঘটনায় অভিযুক্ত হানিফ জমাদারের বক্তব্য জানতে চাইলে তিনি চাঁদা চাওয়ার কথা অস্বীকার করেন। তবে তিনি দাবি করেন, বিগত সরকারের আমলে তিনি একটি মামলার আসামি হয়েছেন। তাতে নাসির মুহুরির ছেলের ইন্ধন ছিল। তাই মামলার খরচের টাকা নাসির মুহুরীকে দিতে হবে।

হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি কোনো মারধর করিনি। তার সাদা পাঞ্জাবিতে পানের রস লেগে লাল হয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুশকি দূর করুন সহজ ঘরোয়া যত্নে

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

রাইস কুকার না মাল্টি কুকার? কোনটা আপনার জন্য ভালো বুঝে নিন

বিএনপির আরও ৬ নেতাকে বহিষ্কার

রাজধানীতে আজ কোথায় কী

গ্যাস ভেবে এড়িয়ে যাচ্ছেন? হতে পারে ক্যানসারের মতো বড় সমস্যা

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২৮ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

এসিআই মোটরসে চাকরির সুযোগ

সাতক্ষীরায় ৬ যুবদল নেতা বহিষ্কার

১০

সুন্দরবন ও মোংলা বন্দর উন্নয়নে ধানের শীষে ভোট চাইলেন লায়ন ফরিদ

১১

‘প্রমাণ ছাড়া যে কোনো ঘটনায় তারেক রহমানকে জড়ানো ফ্যাসিবাদী সংস্কৃতির প্রতিফলন’

১২

মূল জনগোষ্ঠীর মধ্যে নীরবে ছড়িয়ে পড়ছে এইচআইভি

১৩

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

১৪

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

১৫

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

১৬

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

১৭

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

১৮

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

১৯

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

২০
X