আটোয়ারী, (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির বিরুদ্ধে দুর্নীতির মামলা

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মান্নান ও উপজেলা অওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলাম-ছবি কালবেলা
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মান্নান ও উপজেলা অওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলাম-ছবি কালবেলা

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মান্নান ও উপজেলা অওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলামের বিরুদ্ধে সাড়ে ১০ লাখ টাকা আত্মসাৎ করে প্রতারণার অভিযোগে মামলা করেছেন এক ভুক্তভোগী। গত রোববার পঞ্চগড় আদালতে মামলাটি করেন মাহফুজা আক্তার (৫২)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মাহাফুজা আক্তারকে আটোয়ারী আদর্শ মহিলা কলেজে আয়া পদে চাকরি দিতে রাজি হয় কলেজের সভাপতি এবং অধ্যক্ষ আব্দুল মান্নান। তবে সাড়ে ১০ লাখ টাকা ঘুষ দাবি করেন তিনি। চাকরি পাওয়ার আশায় কলেজের নামে প্রায় সাড়ে সাত লাখ টাকার মূল্যের ১৫ শতক জমি রেজিস্ট্রি করে দেন ওই ভুক্তভোগী। সেই সাথে কলেজের কল্যাণ তহবিলের নামে তিন লাখ ত্রিশ হাজার টাকা মাহাফুজার কাছে চাওয়া হয়। চলতি বছরের ২৫ মে মাহাফুজা আক্তার অধ্যক্ষ ও সভাপতিকে তিন লাখ ত্রিশ হাজার দেওয়ার পর তাকে নিয়োগ দেওয়া হয়।

চাকরি পাওয়ার কয়েক মাস হলেও বেতন পাননি তিনি। বেতন না পাওয়ায় সভাপতি ও অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো প্রতিকার পাননি মাহাফুজা। এদিকে গত ৪ সেপ্টেম্বর অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে বেতনের কথা জিজ্ঞেস করলে অধ্যক্ষ উত্তেজিত হয়ে মাহাফুজা আক্তারকে চাকরি ছেড়ে দেওয়ার কথা বলে। বেশি বাড়াবাড়ি করলে মাহাফুজাকে জীবননাশের হুমকিও প্রদান করেন বলে অভিযোগে উল্লেখ্য করা হয়।

কোনো উপায় না পেয়ে মাহাফুজা পঞ্চগড় আদালতে মামলা দায়ের করেন। গত ৮ সেপ্টেম্বর আদালতে মামলা দাখিল করলে আদালত অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) কে তদন্ত করে আগামী ২৬ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।

এ বিষয়ে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি তৌহিদুল ইসলাম ও আটোয়ারি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল মান্নান ও আটোয়ারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির মুঠোফোনে কথা হলে তিনি জানান, আসলে এ ঘটনার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে সংক্ষুব্ধ হয়ে এই মামলা দায়ের করেছেন। তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে বল তিনি দাবি করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কে আছড়ে পড়ল হেলিকপ্টার, সবার অবস্থা আশঙ্কাজনক

লটারিতে হারা প্রার্থী জিতলেন আদালতে

লন্ডনে মোবাইল ফোন চুরির ঘটনায় আটক ৪৬

আইন সচিব হলেন বিচারক লিয়াকত আলী মোল্লা

বাবার দায়ের কোপে প্রাণ গেল ৫ বছরের শিশুর 

শহীদ আবরারের নামে ফেনী নদীর নামকরণের দাবি

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল আফগানিস্তান

আবুল খায়ের গ্রুপে ম্যানেজার পদে চাকরির সুযোগ

২০২৬ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৪.৮ শতাংশ : বিশ্বব্যাংক

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড

১০

শীর্ষে পাকিস্তান ও দুইয়ে বাংলাদেশ, কোথায় অবস্থান ভারতের

১১

এক-এগারোর সরকার তো একটি উদ্দেশ্যপ্রণোদিত সরকার ছিল : তারেক রহমান

১২

ইরান-সমর্থিতদের হামলায় ডাচ জাহাজের ক্রু নিহত

১৩

এবার আহানের বিপরীতে শর্বরী

১৪

ক্যানসারে আক্রান্ত সাবেক ব্রাজিল তারকা

১৫

বিকেলে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ, খেলা দেখবেন যেভাবে

১৬

নতুন ২ টিভির লাইসেন্স পেলেন যারা

১৭

দল হিসেবে আ.লীগের বিচারে আনুষ্ঠানিক তদন্ত শুরু, কর্মকর্তা নিয়োগ

১৮

সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে যা বললেন তারেক রহমান

১৯

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন তারেক রহমান

২০
X