বন্যার্তদের উদ্ধারে হাঁটুকে সিঁড়ি বানিয়ে দেশব্যাপী প্রশংসা কুড়ানো সেনা সদস্য কাজী সুজনকে সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বরিশালের গৌরনদী শাখার উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- গৌরনদী বিআরডিবির সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন, বিএমএসএফের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও জনকণ্ঠের বরিশালের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা।
মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলা শাখার সভাপতি এসএম মিজানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবর্ধিত সেনা সদস্য কাজী সুজন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, উপজেলা শাখার সভাপতি সভাপতি মণিষ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক জামিল মাহমুদ, বিএমএসএফের সহসভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, কোষাধ্যক্ষ জিএম জসিম হাসানসহ অন্যরা।
নিজ উপজেলার সাংবাদিক সংগঠনের কাছ থেকে সম্মাননা পেয়ে তিনি (সুজন) সাংবাদিক নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যাদুর্গত নারীদের উদ্ধারে নিজের হাঁটুকে সিঁড়ি বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন বাংলাদেশ সেনাবাহিনীতে ল্যান্স কর্পোরাল (গানার) পদে কর্মরত ও বরিশালের গৌরনদী উপজেলার কাঁঠালতলী গ্রামের বাসিন্দা কাজী সুজন।
মন্তব্য করুন