শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার গরিব কৃষকের ছেলে এখন অ্যামাজনে

জনপ্রিয় ই-কমার্স সাইট অ্যামাজনের কর্মী নূর হোসেন। ছবি : সংগৃহীত
জনপ্রিয় ই-কমার্স সাইট অ্যামাজনের কর্মী নূর হোসেন। ছবি : সংগৃহীত

যেখানে চাকরি পাওয়াটা স্বপ্নের মত সেখানে সাতক্ষীরার গরিব কৃষকের ছেলে চাকরি করছেন বিশ্বের বৃহত্তম ই-কমার্স কোম্পানি অ্যামাজনে। জনপ্রিয় এই ই-কমার্স সাইট অ্যামাজনে চাকরি করছেন সাতক্ষীরার যুবক নূর হোসেন। তিনি বছর খানেক যাবৎ সেখানে চাকরি করছেন। সেখানে কর্মদক্ষতা দিয়ে নিজের অবস্থান আরও মজবুত করেছেন নূর হোসেন।

আরও পড়ুন : বশেমুরকৃবি গবেষণা অ্যাওয়ার্ড পেলেন আইবিজিইর দুই বিজ্ঞানী

সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রাম নূর হোসেনের জন্মস্থান। ঘোনা গ্রামের আয়ূব হোসেন ও মনজিলা বেগমের ছেলে নূর হোসেন।

যেভাবে পথ চলা

নূর প্রাথমিক স্কুল জীবন শেষ করেছেন সাতক্ষীরা সদরের কাথন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। এরপর ঘোনা ইউনিয়ন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় সুনামের সঙ্গে কৃতকার্য হয়ে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজ থেকে কলেজ জীবন শেষ করেন। তিনি বর্তমানে মধ্যপ্রাচ্যে সৌদি আরবের কিং সৌদি বিন আব্দুল আজিজ ইউনিভার্সিটি ফর হেলথ সায়েন্সেসে পড়াশোনা করছেন। পড়াশোনার পাশাপাশি বিশ্বের একমাত্র বৃহত্তর ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের স্টোর-কোয়ালিটি হিসেবে কর্মরত আছেন।

নূর হোসেন জানান, জীবনের শুরুটা অনেক কষ্টের ছিল। বাবা-মা এবং ছোট ভাইকে নিয়ে গ্রামের পরিবেশে বেড়ে উঠেছি। বাবা ছিলেন কৃষক। খুব অভাব অনাটনের ভেতর দিয়েও নিজের পড়াশোনাটা ঠিকঠাক মত চালিয়ে নিয়েছি। পড়াশোনার পাশাপাশি নিজের স্বপ্নটাকে বুকের মধ্য লালন করেছি প্রতি মুহূর্তে। বিশ্বখ্যাত অ্যামাজনে কাজ করার স্বপ্ন নিয়ে দেশ ত্যাগ করে মধ্যপ্রাচ্যের রিয়াদ শহরে আসি। দীর্ঘ সাধনার পর অ্যামাজনে কাজ করার সুযোগ পেয়েছি। বর্তমানে অ্যামাজনের স্টোর-কোয়ালিটিতে কর্মরত আছি। ২০২৫ সালের মধ্যে অ্যামাজনের এইচ আর হওয়ার স্বপ্ন নিয়ে কঠোর পরিশ্রম করছেন তিনি।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে নতুন ভাষা শিখছেন মেসি

নূর হোসেনের বাবা আয়ূব হোসেন জানান, নূর হোসেন অনেক কষ্টের মধ্য দিয়ে বেড়ে উঠেছে। অন্যদের মতো সঠিকভাবে পোশাক কিংবা পড়াশোনা কোনটাই ভালোভাবে দিতে পারিনি। তবে তার নিজের ইচ্ছাশক্তি ছিল। স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সে নিজেকে সব আরাম আয়েশ থেকে দূরে রেখেছে। বর্তমানে বিশ্বের বড় একটি প্রতিষ্ঠান অ্যামাজনে চাকরি করছে। খুশি আর আনন্দে বুকটা ভরা গেছে। তার মেধা ও শ্রম দিয়ে নিজের দেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারে এটাই তার স্বপ্ন।

নূর হোসের মা মনজিলা বেগম জানান, ছেলের এত বড় অর্জন মা হিসাবে আমি গর্ব করি। আমাদের পরিবারটা আর্থিকভাবে অসচ্ছল। নূর হোসেনের বাবা পেশায় একজন কৃষক তার সামান্য উপার্জনের টাকায় সংসার চালাইতে হিমশিম খেতে হয় সেখানে নূর হোসেনের পড়াশোনা করানো এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া বেশ কষ্টকর ছিল। নূর হোসেনের প্রচেষ্টা আর মনোবল তাকে এত দূর নিয়ে গিয়েছে। সে আরও ভালো অবস্থানে কাজ করবে একই সঙ্গে দেশ ও সমাজের কল্যাণকর কাজের সঙ্গে থাকবে।

প্রতিবেশীরা জানান, ছোটবেলা থেকে দেখেছি নূর সবার থেকে আলাদা। সবাই যখন খেলাধুলা বা অন্য কাজে ব্যস্ত নূর তখন নিজের পড়াশোনায় মনোনিবেশ করেছে। আমাদের গ্রামের ছেলে বিশ্বের এত বড় প্রতিষ্ঠানে চাকরি করছে এটা আমাদের জন্য গর্ব। তার এই সফলতা দেখে গ্রামের ছেলেরা উৎসাহ পাচ্ছে। একইসঙ্গে তার সফলতা অন্যদের কাছে রোল মডেল হিসেবে কাজ করবে।

সাতক্ষীরা সদরের ঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের জানান, আমার ইউনিয়নের একটি ছেলের এমন অর্জনে আমরা গর্বিত। গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা একটি ছেলে বিশ্বসেরা প্রতিষ্ঠানে কাজ করাটা স্বপ্নের মতো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরুদ্দিন অপুকে কাছে পেয়ে নেতাকর্মীরা আবেগাপ্লুত

আসছে অদ্ভুুত সব নিয়ম নিয়ে ক্রিকেটের নতুন ফরম্যাট টেস্ট টোয়েন্টি

আফগানিস্তানে আবারও পাকিস্তানের বিমান হামলা

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের রেকর্ড

দূরন্ত গতিতে ছুটছে নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটর্স

সিনিয়রদের পথে হাঁটতে ব্যর্থ প্রীতিরা

নিজেদের স্বার্থে হিন্দুদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

পাবনায় কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

চরফ্যাশনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নারায়ণগঞ্জে আবু জাফর আহমদের নির্বাচনী প্রচারণা শুরু

১০

গাইবান্ধায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১১

ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১২

রাঙামাটিতে প্রতিবন্ধী শিশুদের নিয়ে কালবেলার ৩য় বার্ষিকী উদযাপন

১৩

গোপালগঞ্জে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৪

সব ব্যাঙ এক পাল্লায় ওঠানো যাবে না : মির্জা আব্বাস

১৫

সাংবাদিক লাঞ্ছনায় প্রতিবাদ সমাবেশ

১৬

জুলাই সনদে সই না করার ব্যাখ্যা দিলেন সারোয়ার তুষার

১৭

নোয়াখালীতে বর্ণিল আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৮

‘জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কালবেলা’

১৯

নির্বাচন কীভাবে হবে, তা নিয়ে রাজনৈতিক নেতাদের প্রধান উপদেষ্টার আহ্বান

২০
X